বাবার সঙ্গে চীন সফরে জল্পনার কেন্দ্রবিন্দু কিম জু আয়ে

বাবার সঙ্গে চীন সফরে জল্পনার কেন্দ্রবিন্দু কিম জু আয়ে ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১০:৪০, ৫ সেপ্টেম্বর ২০২৫

বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের কন্যা কিম জু আয়ে। প্রথমবারের মতো বাবার সঙ্গে তিনি সরকারি সফরে চীন গেছেন। এর পরপরই গুঞ্জন ছড়িয়েছে  তাহলে কি তিনিই কিম জং উনের সম্ভাব্য উত্তরসূরি?

কিম জু আয়ে প্রথম আলোচনায় আসেন ২০২২ সালে। প্রথা ভেঙে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রদর্শনীতে তাকে সঙ্গে নিয়ে হাজির হয়েছিলেন কিম জং উন। তারপর থেকেই তাকে নানা গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় আয়োজনে দেখা যাচ্ছে। এবার বাবার আন্তর্জাতিক সফরে উপস্থিতি উত্তর কোরিয়ার উত্তরাধিকার রাজনীতিতে নতুন মাত্রা যুক্ত করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা জানায়, বেইজিং সফরে ট্রেন থেকে কিম জং উনের পেছনে নামা যে কিশোরীকে দেখা গেছে, তিনি জু আয়ে। তাদের মতে, ধীরে ধীরে প্রটোকল মানা ও নেতৃত্ব শেখার অভিজ্ঞতা দেওয়া হচ্ছে তাকে। এতে ভবিষ্যতে উত্তর কোরিয়ার নেতৃত্বে আসার ক্ষেত্রে জু আয়ে সবচেয়ে এগিয়ে থাকবেন।

তবে এ পদক্ষেপ কিম পরিবারের দীর্ঘদিনের রীতির বাইরে। কারণ কিম জং উন কিংবা তার বাবা কিম জং ইল—কেউই পূর্বসূরির সঙ্গে বিদেশ সফরে অংশ নেননি। এমনকি ক্ষমতাধর বোন কিম ইয়ো জং-এরও এ ধরনের অভিজ্ঞতা নেই।

ধারণা করা হচ্ছে, জু আয়ের বয়স এখন প্রায় ১৩ বছর। রাশিয়ার দূতাবাসের অনুষ্ঠানসহ নানা রাষ্ট্রীয় আয়োজনেও তার উপস্থিতি ক্রমেই বাড়ছে। যদিও পুরুষপ্রধান ক্ষমতার কাঠামোতে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতৃত্বে কোনো নারীকে দেখা যাবে কি না, সেই প্রশ্ন এখনও জোরালোভাবে থেকে যাচ্ছে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement