প্রতিরক্ষা নয়, ট্রাম্পের হাতে ফের “যুদ্ধ মন্ত্রণালয়”

প্রতিরক্ষা নয়, ট্রাম্পের হাতে ফের “যুদ্ধ মন্ত্রণালয়” ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:৫৬, ৫ সেপ্টেম্বর ২০২৫

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম বদলে ‘যুদ্ধ মন্ত্রণালয়’ করার উদ্যোগ নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজ জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার তিনি এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন। খবর স্কাই নিউজ।

এই আদেশ কার্যকর হলে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সরকারি যোগাযোগ ও বিভিন্ন অনুষ্ঠানে নিজের পদবী হিসেবে ‘যুদ্ধ মন্ত্রী’ ব্যবহার করতে পারবেন।

তবে মন্ত্রণালয়ের নাম স্থায়ীভাবে পরিবর্তন করতে হলে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হবে। আপাতত নির্বাহী আদেশে হেগসেথকে এ প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করার নির্দেশ দেওয়া হবে।

বর্তমানে প্রতিরক্ষা বিভাগকে ‘পেন্টাগন’ নামে চেনে বিশ্ব। অথচ ১৯৪৯ সাল পর্যন্ত এটি ‘যুদ্ধ বিভাগ’ নামেই পরিচিত ছিল। মূলত জর্জ ওয়াশিংটনই এই যুদ্ধ মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে এর নাম বদল করা হয়।

হোয়াইট হাউজের মতে, নামটি পুনরুদ্ধার করা হলে যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থে মন্ত্রণালয়ের মনোযোগ আরও বৃদ্ধি পাবে। একইসাথে প্রতিপক্ষ দেশগুলো স্পষ্ট বার্তা পাবে যে, আমেরিকা তার স্বার্থ রক্ষায় যুদ্ধের জন্য সর্বদা প্রস্তুত।

গত জানুয়ারিতে দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক নাম পরিবর্তনের পদক্ষেপ নিচ্ছেন ট্রাম্প। মেক্সিকো উপসাগরের নাম তিনি বদলে ‘আমেরিকা উপসাগর’ রাখেন। বর্ণবৈষম্যবিরোধী আন্দোলনের পর যেসব সামরিক ঘাঁটির নাম পাল্টানো হয়েছিল, সেগুলোও পুরনো নাম ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছেন তিনি।

গত জুনেই ট্রাম্প এ নাম পরিবর্তনের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছিলেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে যুক্তরাষ্ট্রকে বড় অঙ্কের অর্থ ব্যয় করতে হবে, কারণ সরকারি কাগজপত্র থেকে শুরু করে সবকিছুতে নতুন নাম বসাতে হবে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement