সমুচা আনাকে কেন্দ্র করে ঝগড়া, স্বামীকে জনসম্মুখে মারধর করলেন স্ত্রী

Published : ১৫:১৯, ৫ সেপ্টেম্বর ২০২৫
সম্প্রতি ভারতের উত্তর প্রদেশের পিলিভিত জেলায় একটি দম্পতির মধ্যে সমুচা আনাকে কেন্দ্র করে শুরু হওয়া ছোট ঝগড়া হিংসাত্মক রূপ ধারণ করেছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ঝগড়ার পর ওই নারী তার বাড়ির লোকজন ডেকে স্বামীকে জনসম্মুখে মারধর করেছেন।
পুলিশ জানায়, এ ঘটনায় ওই নারী ও তার ভাইদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
প্রতিবেদন অনুসারে, জেলার ভগবন্তপুরের বাসিন্দা শিবম এই বছরের মে মাসে একই জেলার সঙ্গীতা নামে এক নারীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিছুদিন আগে সঙ্গীতা শিবমকে বাজার থেকে সিঙ্গারা আনতে বলেন। কিন্তু শিবম তা ভুলে যান। যদিও তিনি পরের দিন সমুচা নিয়ে আসার আশ্বাস দেন।
তবে আশ্বাস সত্ত্বেও বিষয়টি নিয়ে দম্পতির মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। এরপর সঙ্গীতা তার বাড়ির লোকজন ও ভাইদের ডেকে পাঠান। একপর্যায়ে তারা শিবম এবং তার বাবা বিজয়কে মারধর করে বলে অভিযোগ পাওয়া গেছে।
পরবর্তীতে বিষয়টি মীমাংসার জন্য একটি পঞ্চায়েত ডাকা হয়। কিন্তু অভিযোগ অনুযায়ী, সেখানে আবারও শিবম ও সঙ্গীতার মধ্যে ঝগড়া হয় এবং সঙ্গীতার ভাইরা শিবমকে আবার মারধর করেন। এতে শিবম ও তার বাবা আহত হন এবং হাসপাতালে ভর্তি হন।
পরবর্তী সময়ে শিবমের বাবা পুলিশের কাছে অভিযোগ দেন। পুলিশ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এবং ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছে।
BD/AN