মিডফিল্ডের হৃদয় পাকেতা, আনচেলত্তির প্রশংসায় ভাসলেন

Published : ১৪:৫৯, ৫ সেপ্টেম্বর ২০২৫
চিলির বিপক্ষে ম্যাচে ব্রাজিলের দলে ছিলেন না নেইমার, ভিনিসিয়ুস, রদ্রিগোসহ একাধিক তারকা। তাই সকলের নজর ছিল সেরাদের ছাড়া কার্লো আনচেলত্তির ব্রাজিল কেমন খেলবে। তবে সমর্থকদের হতাশ করতে পারেনি আনচেলত্তির দল। ঘরের মাঠে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা ৩-০ গোলে দাপুটে জয় তুলে নিয়েছে।
ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হন ব্রাজিল কোচ, এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেন। ব্রাজিলের তিন গোলের একটি করেন লুকাস পাকেতা। ২০২৪ সালের নভেম্বর মাসে তিনি জাতীয় দলে খেলেছেন, আর দীর্ঘ সময় পর এবার আবার ব্রাজিলের জার্সি গায়ে দেখা যায় তাকে। কোচ আনচেলত্তাও পাকেতাকে প্রশংসায় ভাসাতে কুণ্ঠিত হননি।
আনচেলত্তি বলেন, “পাকেতা স্বাভাবিকভাবেই আমাদের দলে থাকা উচিত। গতকালও আমি বলেছিলাম, সে বিভিন্ন পজিশনে খেলতে সক্ষম। আজকে সে মিডফিল্ডার হিসেবে খেলেছে। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেও তার কোনো সমস্যা নেই। আমি জানি, সে একাই মিডফিল্ড সামলাতে পারে।”
সংবাদ সম্মেলনে আসন্ন বিশ্বকাপ নিয়েও প্রশ্ন ওঠে। এক সাংবাদিক জানতে চান, বিশ্বকাপের দল থেকে এখন পর্যন্ত কতজন খেলোয়াড় চূড়ান্ত তালিকায় রয়েছেন।
এ প্রশ্নের জবাবে আনচেলত্তি বলেন, “আমাদের দলের নিয়মিত খেলোয়াড়দের অনেকেই দারুণ। আমি ২৫ বা ২৬ জনের একটি তালিকা তৈরি করব। তবে ব্রাজিলের জন্য এটি করা সত্যিই কঠিন। হয়তো অন্য কোনো কোচ আমার চেয়ে কম সমস্যায় পড়তেন। তবে এটিকে আমি ইতিবাচক দিক হিসেবে দেখি। আজকের খেলোয়াড়দের পারফরম্যান্স আমাকে ভালো লেগেছে। যারা বদলি হিসেবে মাঠে নেমেছে, তারাও খেলায় গতি এনেছে। আজকের পারফরম্যান্সে আমি খুবই সন্তুষ্ট।”
BD/AN