সমর্থকদের হতাশ করলেন মেসি, জানালেন পরবর্তী সিদ্ধান্ত

Published : ১১:০১, ৫ সেপ্টেম্বর ২০২৫
ভেনেজুয়েলার বিপক্ষে বাছাইপর্বের ম্যাচ যেন হয়ে উঠল আর্জেন্টাইন সমর্থকদের জন্য বিশেষ স্মৃতি। মনুমেন্টাল স্টেডিয়ামে শেষবারের মতো আনুষ্ঠানিক ম্যাচে নেমে জোড়া গোল করে আলো ছড়ালেন লিওনেল মেসি। তার সঙ্গে গোলের খাতা খুললেন লাউতারো মার্টিনেজও। ফলে সহজ জয় পায় বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ৩-০ ব্যবধানে।
বিশ্বকাপ জয়ের পর থেকে মেসিকে ঘিরে আর্জেন্টিনায় যেন আলাদা উন্মাদনা। দেশের হয়ে তার প্রতিটি ম্যাচ এখন উৎসবমুখর হয়ে ওঠে। হাজারো দর্শক ছুটে যান মাঠে, আর টিভি পর্দার সামনে বসে কোটি ভক্ত উপভোগ করেন তার জাদুকরী ফুটবল।
তবে সমর্থকদের জন্য দুঃসংবাদ বাছাইপর্বের পরবর্তী ম্যাচে আর মেসিকে দেখা যাবে না। ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ শেষে নিজেই জানালেন, ইকুয়েডরের বিপক্ষে নামবেন না তিনি।
মেসির ভাষ্য, কোচ স্কালোনির সঙ্গে কথা বলেই এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিশ্বকাপজয়ী এই তারকা বলেন, ‘আমি স্কালোনির সঙ্গে আলোচনা করেছি। তিনি আমার বিশ্রামের সিদ্ধান্তে সহযোগিতা করেছেন। কারণ সম্প্রতি ইনজুরি থেকে ফিরেছি। তাই আরেকটা ম্যাচ খেলে ভ্রমণে না গিয়ে বিশ্রাম নেব, সামনে গুরুত্বপূর্ণ সময়ের জন্য নিজেকে তৈরি করব।’
তিনি আরও যোগ করেন, ‘ইনজুরির কারণে প্রায় ১৫ দিন বাইরে ছিলাম। সামনে বড় সময় অপেক্ষা করছে। আশা করি মৌসুমটা ভালোভাবে শেষ করতে পারব এবং নতুন মৌসুমের প্রস্তুতিও দারুণ হবে।’
BD/AN