বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৪তম শাহাদাতবার্ষিকী আজ

Published : ১২:৫৩, ৫ সেপ্টেম্বর ২০২৫
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৪তম শাহাদাতবার্ষিকী আজ শুক্রবার পালিত হচ্ছে। ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোরের শার্শা উপজেলার কাশিপুর সীমান্তের বয়রা এলাকায় পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে তিনি শাহাদাত বরণ করেন। এই দিনে তাঁর শহর নড়াইলে জেলা প্রশাসন নানা আয়োজন করছে তাঁর স্মরণে।
আয়োজিত কর্মসূচির মধ্যে রয়েছে নূর মোহাম্মদের বসতভিটা, সদরের নূর মোহাম্মদ নগরে স্থাপিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ এবং গার্ড অব অনার দেওয়া। এছাড়া নূর মোহাম্মদ স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার মিলনায়তনে কোরআনখানি, মিলাদ মাহফিল, স্মরণসভা এবং অসহায় ও দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ কর্মসূচিও রয়েছে।
নূর মোহাম্মদ শেখের জন্ম ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার মহিষখোলা গ্রামে। মহান মুক্তিযুদ্ধে তিনি যশোর অঞ্চলের অধীনে গঠিত ৮ নম্বর সেক্টরের সঙ্গে যুক্ত হন। ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর শার্শা উপজেলার কাশিপুর সীমান্তের বয়রা এলাকায় পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে আকস্মিক সম্মুখযুদ্ধ শুরু হয়।
যুদ্ধে আহত এক সহযোদ্ধাকে সুরক্ষিত করতে দলের বাকি তিন যোদ্ধাকে সরিয়ে দিতে তিনি একাই পাকিস্তানি হানাদার বাহিনীকে আটকান। আহত অবস্থাতেও সাহসের সাথে লড়াই চালিয়ে তিনি সেখানে শাহাদাত বরণ করেন। পরে তাঁর মরদেহ শার্শা উপজেলার কাশিপুর গ্রামে সমাহিত করা হয়।
BD/AN