গাজায় নির্বিচারে বোমা হামলা, একদিনে নিহত ৭৫

গাজায় নির্বিচারে বোমা হামলা, একদিনে নিহত ৭৫ ছবি: আল জাজিরা

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:০৪, ৫ সেপ্টেম্বর ২০২৫

 গাজায় দখলদার ইসরাইলি বাহিনী বোমা হামলা অব্যাহত রেখেছে। একদিনে কমপক্ষে ৭৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে কেবল গাজা সিটিতেই প্রাণ হারিয়েছেন ৪৪ জন। খবর দিয়েছে আল জাজিরা।

গাজা সিটিতে ইসরাইলি বাহিনী নির্বিচারে বোমাবর্ষণ চালাচ্ছে, যা পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত করছে। আতঙ্কে বাসিন্দাদের পালাতে বাধ্য হতে হচ্ছে। উপত্যকার কোথাও নিরাপদ আশ্রয় বলতে আর কিছুই নেই।

জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ ইতিমধ্যেই গাজা সিটিকে ‘আতঙ্কের নগরী’ হিসেবে অভিহিত করেছে। বৃহস্পতিবার তাল আল-হাওয়া এলাকায় একটি তাঁবুতে হামলায় একই পরিবারের পাঁচজন নিহত হন, যার মধ্যে তিনজন শিশু।

ইসরা আল-বাসুস জানান, “আমি ও আমার সন্তানরা তাঁবুর ভেতরে ঘুমাচ্ছিলাম। হঠাৎ বোমা পড়ে যায়, আমার চার সন্তান আতঙ্কে চিৎকার শুরু করে।”

গাজা সিটির জেইতুন, সাবরা, তুফাহ, নাসর ও শুজাইয়া এলাকায়ও বোমা হামলা চালানো হয়েছে। শুজাইয়ায় একটি আবাসিক ভবনে বিমান হামলায় দুইজন নিহত হয়েছেন। জেইতুনে ধ্বংসস্তূপ থেকে আল-ঘাফ পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

গাজার গণমাধ্যম কার্যালয় জানিয়েছে, শুধুমাত্র গাজা সিটিতে গত তিন সপ্তাহে অন্তত ১০০ রোবট বিস্ফোরণ ঘটিয়ে একের পর এক আবাসিক ব্লক ও মহল্লা ধ্বংস করা হয়েছে। গাজা সিটিতে ১৩ আগস্ট থেকে শুরু হওয়া অভিযানে প্রায় ১ হাজার ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

হামাস এই পরিস্থিতিকে ‘গণহত্যা’ আখ্যা দিয়েছে এবং জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement