আনুতিন চার্নভিরাকুল থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী

Published : ১৬:৪১, ৫ সেপ্টেম্বর ২০২৫
থাইল্যান্ডের পার্লামেন্টে অনুষ্ঠিত শুক্রবারের ভোটে দেশটির নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন ভূমজাইথাই পার্টির নেতা আনুতিন চার্নভিরাকুল। তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী পায়েটোংটার্ন সিনাওয়াত্রার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, ৫০০ আসনের থাই পার্লামেন্টের ৪৯২ সক্রিয় সদস্যের মধ্যে আনুতিন প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন। তিনি পেয়েছেন ২৪৭টির বেশি ভোট। এই ভোটে তিনি ফেউ থাই পার্টির প্রার্থী চাইকাসেম নিতিসিরিকে পরাজিত করেছেন, যাকে সমর্থন দিচ্ছিল উদারপন্থী পিপলস পার্টি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আনুতিনকে সমর্থন দেওয়ার অন্যতম কারণ হলো তার প্রতিশ্রুতি— চার মাসের মধ্যে জাতীয় নির্বাচন আহ্বান করবেন তিনি। রাজা মহা ভাজিরালংকর্নের আনুষ্ঠানিক অনুমোদন পাওয়ার পর খুব শিগগিরই আনুতিন ও তার মন্ত্রিসভা দায়িত্ব গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, আনুতিন একসময় ফেউ থাই জোটের ঘনিষ্ঠ সমর্থক ছিলেন। তবে সম্প্রতি কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত উত্তেজনা মোকাবিলায় পায়েটোংটার্নের ভূমিকা নিয়ে অসন্তুষ্ট হয়ে তিনি জোট থেকে সরে দাঁড়ান।
এদিকে, সিনাওয়াত্রা পরিবারের জন্য এ ঘটনাটি আরেকটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। দুই দশক ধরে থাই রাজনীতির প্রধান শক্তি হিসেবে পরিচিত এই পরিবারের প্রতিষ্ঠাতা থাকসিন শিনাওয়াত্রা ভোটের মাত্র কয়েক ঘণ্টা আগে দেশ ছেড়ে দুবাইয়ের উদ্দেশে চলে গেছেন।
BD/AN