বিসিবি নির্বাচন ঘিরে হুমকির অভিযোগ তুললেন সভাপতি বুলবুল

Published : ১৭:০৬, ৫ সেপ্টেম্বর ২০২৫
আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিতব্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন ঘিরে হুমকি পাওয়ার অভিযোগ তুলেছেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তার দাবি, অজ্ঞাত নম্বর থেকে ফোনে তাকে বলা হয়েছে “ইলেকশন না করলে হয় না?”। বুলবুল জানান, ২–৩ দিন আগে এ ধরনের ফোন কল তিনি পেয়েছেন।
এ ঘটনায় বুলবুলের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সরকারি বন্দুকধারী নিয়োগের জন্য বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীর স্বাক্ষরে একটি চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। চিঠিতে হুমকির বিষয়টি সরাসরি উল্লেখ করা না হলেও সভাপতির ব্যক্তিগত নিরাপত্তা এবং দেশের বিভিন্ন স্থানে যাতায়াতের সময় সুরক্ষার জন্য বন্দুকধারী নিয়োগের প্রয়োজনীয়তা জোর দিয়ে বলা হয়েছে।
সভাপতির দায়িত্ব গ্রহণের পর থেকে বুলবুল দেশের টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেটের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। অন্যদিকে আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল এবং সাবেক সভাপতি ফারুক আহমেদও।
ফলে নির্বাচনের তারিখ যত ঘনিয়ে আসছে, বিসিবির নেতৃত্ব দৌড় ততই উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে। একই সঙ্গে বুলবুলের নিরাপত্তা বিষয়টি এখন নির্বাচনী পরিবেশে অন্যতম আলোচ্য হয়ে দাঁড়িয়েছে।
BD/AN