পুলিশ লাঠিচার্জে আহত, গ্রেপ্তার ৪২৫ জনের বেশি ফিলিস্তিনপন্থি

Published : ১৪:৩৮, ৭ সেপ্টেম্বর ২০২৫
লন্ডনে ফিলিস্তিনপন্থিরা ‘প্যালেস্টাইন অ্যাকশন’ গ্রুপের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ব্যাপক বিক্ষোভ সমাবেশ করেছে। শনিবার স্থানীয় সময় পার্লামেন্ট স্কয়ারে অনুষ্ঠিত এই সমাবেশে প্রায় দেড় হাজার মানুষ অংশ নেন। পুলিশ সমাবেশ থেকে ৪২৫ জনেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে। খবর দিয়েছে আল জাজিরা।
‘ডিফেন্ড আওয়ার জুরিস’ নামের প্রচারণা সংগঠন এই বিক্ষোভের ডাক দেয়। পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভে ১৫০০ জনের উপস্থিতি ছিল বলে সংগঠনটি জানিয়েছে। অংশগ্রহণকারীরা ‘আমি গণহত্যার প্রতিবাদ জানাই, আমি প্যালেস্টাইন অ্যাকশনের পক্ষে’ লেখা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করেছেন।
সামাজিক মাধ্যম এক্সে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, পুলিশ বিক্ষোভকারীদের মাটিতে ফেলে নির্মমভাবে দমন ও গ্রেপ্তার করেছে। ব্রিটিশ সংবাদ সংস্থা প্রেস অ্যাসোসিয়েশন জানিয়েছে, সংঘর্ষের সময় লাঠিচার্জ করা হয় এবং একজন গ্রেপ্তার ব্যক্তির মুখ থেকে রক্ত ঝরে। ভিড়ের চাপেও কয়েকজন মাটিতে পড়ে যান।
লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানায়, একজন পুলিশ অফিসারকে আক্রমণ এবং নিষিদ্ধ সংগঠনের প্রতি সমর্থন প্রকাশসহ বিভিন্ন অপরাধে ৪২৫ জনেরও বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে জানা গেছে, ‘প্যালেস্টাইন অ্যাকশন’ গ্রুপ নিষেধাজ্ঞার চ্যালেঞ্জ জানাতে হাইকোর্টের অনুমোদন পেয়েছে। তবে সরকার এই রায় বাতিলের চেষ্টা করছে। আগামী ২৫ সেপ্টেম্বর মামলার শুনানি হওয়ার কথা।
প্যালেস্টাইন অ্যাকশনের সহ-প্রতিষ্ঠাতা হুদা আম্মোরি বলেন, সরকার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিলে এটি নাগরিক স্বাধীনতার জন্য বিপর্যয় সৃষ্টি করবে।
BD/AN