কুয়েতে দুই বাংলাদেশিসহ সাতজনের ফাঁসি কার্যকর

Published : ১৬:১৫, ১৩ সেপ্টেম্বর ২০২৫
হত্যা ও মাদক চোরাচালানের মামলায় দোষী সাব্যস্ত সাতজন বন্দির মৃত্যুদণ্ড কার্যকর করেছে কুয়েত কর্তৃপক্ষ। দণ্ডপ্রাপ্তদের মধ্যে তিনজন কুয়েতি, দুইজন বাংলাদেশি ও দুইজন ইরানি নাগরিক রয়েছেন।
অল-সেয়াসাহ দৈনিককে উদ্ধৃত করে আরব টাইমস জানিয়েছে, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) কুয়েতের কেন্দ্রীয় কারাগারে এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
প্রতিবেদনে বলা হয়, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে ছিলেন কুয়েতি নাগরিক আবদুল আজিজ আল-জাতারি ও আহমেদ আল-জালালের হত্যাকারীরা। অপরদিকে মাদক পাচারের অভিযোগে ফাঁসি কার্যকর হয় দুই ইরানি নাগরিকের।
এছাড়া আরেক মামলায় অভিযুক্তের পরিবারের পক্ষ থেকে প্রায় ২০ লাখ কুয়েতি দিনার ব্লাড মানি দেওয়ার উদ্যোগ নিলেও নির্ধারিত সময়ের মধ্যে অর্থ প্রদান সম্ভব হয়নি। ফলে তার সাজাও কার্যকর করা হয়।
তবে মৃত্যুদণ্ড কার্যকরের আগে সব ধরনের আইনি প্রক্রিয়া, রিভিউ ও আপিল শেষ করা হয়েছে বলে জানিয়েছে কুয়েত কর্তৃপক্ষ। উল্লেখ্য, আরেকজন আসামির মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা থাকলেও ভিকটিম পরিবারের ক্ষমার কারণে তা স্থগিত করা হয়েছে। নতুন আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত ওই আসামি মৃত্যুদণ্ড থেকে সাময়িকভাবে রেহাই পাচ্ছেন। কুয়েত কর্তৃপক্ষ তার নাম প্রকাশ করেনি।
BD/AN