অর্জুন সিংয়ের উসকানিতে তোলপাড়, মমতাকে হত্যার হুমকির অভিযোগ

অর্জুন সিংয়ের উসকানিতে তোলপাড়, মমতাকে হত্যার হুমকির অভিযোগ ছবি : সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:৫০, ১২ সেপ্টেম্বর ২০২৫

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিজেপির সাবেক সাংসদ অর্জুন সিংয়ের মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক তোলপাড়। নেপালের মতো পরিস্থিতি বাংলায় তৈরি হওয়া উচিত— এমন বক্তব্য দেওয়ার পর তার বিরুদ্ধে রাজ্যের একাধিক থানায় মামলা হয়েছে। অভিযোগ উঠেছে, তিনি উসকানিমূলক বক্তব্য দিয়ে হিংসা ছড়াতে চাইছেন এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হত্যার হুমকি দিয়েছেন।

কী বলেছিলেন অর্জুন সিং?

অর্জুন সিং তার বক্তব্যে বলেন, দুর্নীতির বিরুদ্ধে নেপালের তরুণ সমাজ যেভাবে রুখে দাঁড়িয়েছে, তা অনুকরণীয়। বাংলার যুবসমাজকেও সাহসী ভূমিকা নিয়ে গণঅভ্যুত্থান ঘটাতে হবে।

এই মন্তব্যের পরই প্রতিক্রিয়া জানান রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক। তিনি অভিযোগ করে বলেন, অর্জুন সিং আসলে মুখ্যমন্ত্রীকে হত্যার চক্রান্ত করছেন। এ কারণে ব্যারাকপুর কমিশনারেটের বিভিন্ন থানায় পৌর কাউন্সিলররা তার নামে অভিযোগ দায়ের করেছেন।

বিজেপি নেতার অবস্থান

তবে মামলা নিয়ে খুব একটা চিন্তিত নন অর্জুন সিং। বরং তিনি নিজের বক্তব্যে অনড় থেকে বলেছেন, ‘‘আবারও বলছি, বাংলায় দুর্নীতিগ্রস্ত সরকারকে হটাতে গণঅভ্যুত্থান দরকার।’’

মমতার সতর্কবার্তা

উসকানিমূলক এই মন্তব্যের জবাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন, ‘‘প্রতিবেশী দেশে অশান্তির সুযোগ নিয়ে কেউ কেউ বাংলায় গোলযোগ বাধাতে চাইছে। সবাইকে সতর্ক থাকতে হবে।’’

পাল্টা কটাক্ষ

অন্যদিকে বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য পাল্টা কটাক্ষ করে বলেন, ‘‘মুখ্যমন্ত্রী যদি নেপাল নিয়ে এত চিন্তিত হন, তাহলে বাংলাদেশের সীমান্তের দিকে নজর দেওয়া উচিত। সীমান্তবর্তী জেলাগুলোর জনবিন্যাস দ্রুত পাল্টে যাচ্ছে।’’

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement