ইসরাইলি হামলার নিন্দা জানালো জাতিসংঘের নিরাপত্তা পরিষদ

ইসরাইলি হামলার নিন্দা জানালো জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ছবি: রয়টার্স

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:১৭, ১২ সেপ্টেম্বর ২০২৫

কাতারের রাজধানী দোহায় ইসরাইলি হামলার ঘটনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠক ডেকে নিন্দা জানিয়েছে। এছাড়া, উত্তেজনা কমানোর আহ্বান জানিয়ে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য, যার মধ্যে রয়েছে ইসরাইলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র, একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছে। খবর আল জাজিরার।

ফ্রান্স ও যুক্তরাজ্যের যৌথভাবে তৈরি বিবৃতিতে কাতারের প্রতি সংহতি জানানো হয়েছে। এতে হামাসের হাতে থাকা ইসরাইলি জিম্মিদের মুক্তি এবং গাজায় চলমান যুদ্ধ ও দুর্ভোগের অবসানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার গুরুত্ব আরোপ করা হয়েছে। তবে বিবৃতিতে সরাসরি ইসরাইলের নাম উল্লেখ করা হয়নি।

মার্কিন যুক্তরাষ্ট্র ঐতিহ্যগতভাবে জাতিসংঘে তার মিত্র ইসরাইলকে সমর্থন করে থাকে। তবে এবার কাতারে হামলার ঘটনায় ওয়াশিংটন অসন্তোষ প্রকাশ করেছে।

জাতিসংঘে ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ডরোথি শিয়া বলেছেন, “কাতার একটি সার্বভৌম দেশ, যারা শান্তির জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে কঠোর পরিশ্রম করছে এবং সাহসের সাথে ঝুঁকি নিচ্ছে। এমন একটি দেশের অভ্যন্তরে একতরফা বোমা হামলা ইসরাইল বা যুক্তরাষ্ট্রের লক্ষ্য পূরণ করবে না।”

তবে তিনি উল্লেখ করেন, এই হামলাকে অজুহাত হিসেবে ব্যবহার করে ইসরাইলি জিম্মিদের দেশে ফেরানোর বিষয়ে কোনো প্রশ্ন তোলা ঠিক হবে না।

জানা গেছে, বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আগে এই বিবৃতি প্রকাশ করা হয়। ঠিক এই সময়ে গাজা সিটিতে ইসরাইলের সামরিক হামলার তীব্রতা বেড়ে গেছে, যার ফলে দুই লাখের বেশি মানুষ নিরাপদ স্থানে পালাতে বাধ্য হয়েছেন।

কাতারে মঙ্গলবার ইসরাইলি হামলায় পাঁচজন হামাস সদস্য নিহত হয়েছেন। তবে হামলার সময় হামাসের শীর্ষ নেতারা নিরাপদে বেঁচে গেছেন। একই হামলায় কাতারের নিরাপত্তা বাহিনীর একজন সদস্যও নিহত হয়েছেন। এই হামলা গাজায় যুদ্ধবিরতি নিয়ে চলমান আলোচনার মাঝেই সংঘটিত হয়েছে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement