উরগুনে বিমান হামলায় মৃত্যু হলো তিন আফগান ক্রিকেটারের

Published : ১৪:৩৬, ১৮ অক্টোবর ২০২৫
অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা পুনরায় তীব্র হয়ে উঠেছে। দুই দেশের সীমান্ত এলাকায় পাল্টাপাল্টি আক্রমণ ও বিমান হামলা বেড়েই চলেছে।
শনিবার (১৮ অক্টোবর) পাকিস্তানে এক বিমান হামলায় তিন আফগান ক্রিকেটারের মৃত্যু ঘটেছে, যা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, এই হামলায় মোট ৮ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনই ক্রিকেটার। নিহত ক্রিকেটারদের নাম হলো: কবির আগা, সিবঘাতুল্লাহ এবং হারুন।
তিন ক্রিকেটারের মৃত্যুতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এএসিবি) গভীর শোক প্রকাশ করেছে। একই সঙ্গে পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজ বয়কট করেছে তারা।
এএসিবি তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে লিখেছে, “পাকতিকা প্রদেশের উরগুন জেলার সাহসী ক্রিকেটারদের মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি।”
নিহত তিন ক্রিকেটারের পরিচয় নিম্নরূপ:
কবির আঘা: উরগুন জেলার বাসিন্দা কবির আঘা ঘরোয়া ক্রিকেটে কয়েকটি আঞ্চলিক ক্লাবের প্রতিনিধিত্ব করেছেন। সম্প্রতি অনূর্ধ্ব-২৩ প্রাদেশিক শিবিরে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের কারণে তাকে ডাকানো হয়েছিল।
সিবঘাতউল্লাহ: উরগুন অঞ্চলের একজন স্পিডস্টার ছিলেন সিবঘাতউল্লাহ। পাকতিকা প্রিমিয়ার লিগের গত আসরে একটি দলের অধিনায়কও ছিলেন তিনি।
হারুন: পাকতিকা অঞ্চলের অলরাউন্ডার হারুন স্থানীয় একটি কলেজে পড়াশোনা করার পাশাপাশি ক্রিকেটে মনোযোগী ছিলেন।
এই ভয়াবহ ঘটনায় আফগান ক্রিকেট সম্প্রদায় এবং আন্তর্জাতিক ক্রিকেট মহলে গভীর শোক ও উদ্বেগ তৈরি হয়েছে।
বিডি/এএন