পাকিস্তানের আফগান সীমান্তে গাড়ি বোমা হামলা

পাকিস্তানের আফগান সীমান্তে গাড়ি বোমা হামলা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:৩৩, ১৭ অক্টোবর ২০২৫

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের আফগান সীমান্ত সংলগ্ন এলাকায় সন্ত্রাসীরা একটি সামরিক ঘাঁটিতে গাড়ি বোমা হামলা চালিয়েছে। এই আত্মঘাতী বিস্ফোরণে পাকিস্তান সেনাবাহিনীর সাত সদস্য নিহত এবং আরও ত্রয়োদশ জন আহত হয়েছেন।

রয়টার্সের প্রতিবেদনে শুক্রবার (১৭ অক্টোবর) পাকিস্তানের নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, আফগানিস্তানের সঙ্গে চলমান রক্তক্ষয়ী সংঘর্ষের পর অস্থায়ী যুদ্ধবিরতির শেষ দিনে এই হামলার ঘটনা ঘটেছে।

নিরাপত্তা কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, একজন জঙ্গি বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে সামরিক শিবিরের প্রাচীরের দিকে আক্রমণ চালায়। এ সময় আরও দুই জঙ্গি শিবিরে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়।

এ পর্যন্ত পাকিস্তান সেনাবাহিনী এই ঘটনার বিষয়ে কোনো তাৎক্ষণিক মন্তব্য করেনি।

অন্যদিকে, পাকিস্তান ও আফগানিস্তান চলমান সংঘর্ষে ৪৮ ঘণ্টার জন্য অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করেছিল। এই যুদ্ধবিরতি শুক্রবার সন্ধ্যা ৬টায় শেষ হওয়ার কথা রয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement