নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি

নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:১৭, ৫ নভেম্বর ২০২৫

নিউইয়র্কের মেয়র নির্বাচনে ইতিহাস গড়তে যাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন রাজনীতিক জোহরান মামদানি।

প্রাথমিক বা বেসরকারি ফলাফলে দেখা গেছে, ডেমোক্রেট প্রার্থী জোহরান মামদানি এগিয়ে রয়েছেন এবং স্বাধীন প্রার্থী অ্যান্ড্রু কুওমোকে পরাজিত করে নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র হওয়ার পথে রয়েছেন তিনি।

বুধবার (৫ নভেম্বর) আলজাজিরা এক প্রতিবেদনে অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) তথ্য উদ্ধৃত করে জানিয়েছে, জোহরানের এই জয় শুধু নিউইয়র্ক নয়, বরং যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এক ঐতিহাসিক অধ্যায় যুক্ত করবে।

নিউইয়র্কের এই নির্বাচনে প্রায় ৭ লাখ ৩৫ হাজার ৩১৭ জন ভোটার আগাম ভোট দিয়েছেন, যা শহরটির ইতিহাসে প্রেসিডেন্ট নির্বাচন ছাড়া অন্য কোনো নির্বাচনে সর্বাধিক। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।

ডেমোক্রেট প্রার্থী জোহরান মামদানি ভোট দেন শহরের অ্যাস্টোরিয়া এলাকায় অবস্থিত একটি কেন্দ্রে। নির্বাচনের আগে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন— জীবনযাত্রার ব্যয় কমানো ও সাধারণ মানুষের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করবেন। তরুণ ভোটারসহ বিভিন্ন শ্রেণির নাগরিকদের কাছ থেকে তিনি বিপুল সাড়া পেয়েছেন, যা ভোটের ফলাফলেও স্পষ্ট হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটি যুক্তরাষ্ট্রের অন্যতম বড় স্থানীয় নির্বাচন। এমন এক সময় যখন দেশটিতে অভিবাসী ও মুসলিমদের প্রতি নেতিবাচক মনোভাব দেখা গিয়েছিল, ঠিক তখনই নিউইয়র্কের মতো বৈচিত্র্যময় শহরে একজন মুসলিম প্রার্থীর মেয়র নির্বাচিত হওয়া যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।

 

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement