নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জয়ী হওয়ার পর বিজয় ভাষণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া ভাষায় সমালোচনা করেন জোহরান মামদানি।
তাঁর বক্তব্যের শুরুতেই তিনি ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, “ডোনাল্ড ট্রাম্প, আমি জানি আপনি দেখছেন। আমার আপনার জন্য মাত্র চারটি শব্দ—টার্ন দ্য ভলিউম আপ (আওয়াজ বাড়ান)।”
এরপর ট্রাম্পকে সরাসরি সতর্ক করে জোহরান বলেন, “আপনি যদি আমাদের মধ্যে কাউকে আঘাত করতে চান, তাহলে আগে আপনাকে আমাদের সবার মধ্য দিয়ে যেতে হবে।”
জোহরানের এই মন্তব্যের কিছুক্ষণের মধ্যেই ট্রাম্প তাঁর নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ লিখেন, “…এবং এবার এটা শুরু হলো!”
বিজয় ঘোষণার পর ব্রুকলিনে বিশাল সমাবেশে ভাষণ দেন জোহরান মামদানি। মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে উপস্থিত হাজারো সমর্থক একসঙ্গে স্লোগান দিতে থাকেন—“জোহরান! জোহরান!”
জনতার উদ্দেশে মামদানি বলেন, “আজ আমরা সবাই মিলে প্রমাণ করেছি—আশা এখনো জীবিত। এই যুগে নিউইয়র্কবাসী তাদের নেতাদের কাছ থেকে আরও সাহসী, মানবিক ও প্রগতিশীল নেতৃত্ব প্রত্যাশা করবে।”
তিনি আরও বলেন, “রাজনীতির এই অন্ধকার সময়ে নিউইয়র্ক হবে আলোর শহর, যেখানে ন্যায়, সমতা ও মানবিকতা পথ দেখাবে।”
নিজের জয় সম্পর্কে তিনি বলেন, “আগামী ১ জানুয়ারি আমি নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে শপথ নেব। এই শহর সবসময় অভিবাসীদের শহর ছিল—অভিবাসীদের দ্বারা নির্মিত, অভিবাসীদের দ্বারা পরিচালিত এবং এখন একজন অভিবাসীর নেতৃত্বে এগিয়ে যাবে।”
তিনি জোর দিয়ে বলেন, “আমরা সবাইকে ভালোবাসব, আপনি অভিবাসী হোন বা না হোন—নিউইয়র্ক সবার জন্য।”
জোহরান মামদানি স্বাধীন ও গণতান্ত্রিক সমাজতান্ত্রিক প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমোকে পরাজিত করেছেন। এই জয়ের মাধ্যমে তিনি ইতিহাস গড়েছেন—নিউইয়র্কের প্রথম মুসলিম, আফ্রিকান বংশোদ্ভূত ও সর্বকনিষ্ঠ মেয়র হিসেবে।































