বাংলাদেশি বন্ধুর টিপসেই ৫০ কোটির লটারি জয় ভারতীয় প্রবাসী

বাংলাদেশি বন্ধুর টিপসেই ৫০ কোটির লটারি জয় ভারতীয় প্রবাসী ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:৩৫, ৪ নভেম্বর ২০২৫

বাংলাদেশি এক বন্ধুর পরামর্শে সম্পূর্ণভাবে বদলে গেছে সংযুক্ত আরব আমিরাতে থাকা এক ভারতীয় প্রবাসীর জীবন।

অবিশ্বাস্য হলেও সত্য—আবুধাবিতে অনুষ্ঠিত ‘বিগ টিকিট’ র‍্যাফেল ড্র–তে ১.৫ কোটি দিরহাম, অর্থাৎ প্রায় ৫০ কোটি বাংলাদেশি টাকার মালিক হয়েছেন ভারতের নাগরিক সন্দীপ কুমার প্রসাদ।

সোমবার (৩ নভেম্বর) গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, সন্দীপের এই ভাগ্যবদলের পেছনে রয়েছেন তার বাংলাদেশি বন্ধু জাহাঙ্গীর আলম। তিনিই প্রথম সন্দীপকে বিগ টিকিটের কথা বলেন এবং চেষ্টা করতে উৎসাহ দেন। জাহাঙ্গীর নিজেও চলতি বছরের মার্চ মাসে একই লটারিতে পুরস্কার জিতেছিলেন।

আবুধাবির বিগ টিকিট স্টুডিওতে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সন্দীপ বলেন, “আমার এক বাংলাদেশি বন্ধু জাহাঙ্গীরই আমাকে এই লটারির বিষয়ে জানায়। তার কথাতেই আমি প্রথম টিকিট কিনি এবং সেটাই আজ আমার জীবনকে বদলে দিয়েছে।”

উত্তরপ্রদেশের বাসিন্দা সন্দীপ পেশায় শিপিং শিল্পের একজন টেকনিশিয়ান। গত তিন মাস ধরে নিয়মিতভাবে লটারির টিকিট কিনছিলেন তিনি। অবশেষে ১৯ আগস্ট কেনা ২০০৬৬৯ নম্বর টিকিটটি তার ভাগ্য উল্টে দেয়।

ফোনে বিজয়ের খবর পাওয়ার পর প্রথমে বিশ্বাসই করতে পারেননি সন্দীপ। পরে বিষয়টি নিশ্চিত হওয়ার পর তিনি আবেগে ভেঙে পড়েন এবং চোখের পানি ধরে রাখতে পারেননি। তিনি জানান, “আমি তিন মাস ধরে টিকিট কিনে যাচ্ছিলাম, এবার টিকিটটি আমি আরও ২০ জনের সঙ্গে ভাগাভাগি করছি।”

স্টুডিওতে সাক্ষাৎকার দেওয়ার সময় অসুস্থ বাবার প্রসঙ্গ তুলতে গিয়ে আবারও আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। তিন বছর ধরে দুবাইয়ে কর্মরত এই প্রবাসী জানান, “এই অর্থ হাতে পেলে প্রথম কাজ হবে বাবার চিকিৎসার ব্যবস্থা করা।”

দুই ভাই, এক বোন ও স্ত্রীসহ নিজের পরিবারের কথা উল্লেখ করে সন্দীপ বলেন, “বন্ধুর পরামর্শ এবং ভাগ্যের সহায়তাতেই আমার জীবনের মোড় ঘুরে গেছে। এই ঘটনা আমি কোনোদিন ভুলতে পারব না।”

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement