হোয়াইট হাউসের ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চোখ বন্ধ থাকা একটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে ব্যাপকভাবে।
বিষয়টি ঘিরে ট্রাম্পের সমালোচকরা প্রশ্ন তুলেছেন— প্রেসিডেন্ট কি অফিসে বসেই ঘুমিয়ে পড়েছিলেন? তবে হোয়াইট হাউস দ্রুত এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, ট্রাম্প মোটেও ঘুমিয়ে পড়েননি।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট ট্রাম্প ওজন কমানোর জনপ্রিয় ওষুধের দাম কমানোর নতুন উদ্যোগ ঘোষণা করছিলেন। সে সময় ওভাল অফিসে রেজলিউট ডেস্কের পেছনে বসা অবস্থায় তাকে কখনও চোখ বন্ধ রাখতে, আবার কখনও চোখ খোলা রাখতে লড়াই করতে দেখা যায়।
ছবি ও ভিডিওটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের প্রেস অফিস এক্স (টুইটার)-এ সেই ছবি শেয়ার করে মন্তব্য করে— “ঘুমকাতুরে ডন আবার ফিরেছেন।”
এদিকে, হোয়াইট হাউসের প্রেস সচিব টেলর রজার্স সিএনএনকে দেওয়া এক বিবৃতিতে বলেছেন, “প্রেসিডেন্ট কোনোভাবেই ঘুমিয়ে পড়েননি। তিনি পুরো সময় সচেতন ছিলেন, বক্তব্য দিয়েছেন এবং সাংবাদিকদের অসংখ্য প্রশ্নের উত্তর দিয়েছেন।” তিনি আরও অভিযোগ করেন, “ব্যর্থ উদারপন্থি গণমাধ্যম ইচ্ছাকৃতভাবে এসব ইতিবাচক উদ্যোগের খবর না দিয়ে মিথ্যা প্রচারণা চালাচ্ছে।”
উল্লেখ্য, ট্রাম্প প্রায়ই জনসমক্ষে উপস্থিত থাকেন এবং সাংবাদিকদের সঙ্গে দীর্ঘসময় কথা বলেন। ঘটনার আগের দিনই তিনি মায়ামিতে অর্থনীতি নিয়ে এক ঘণ্টারও বেশি সময় ধরে ভাষণ দেন। তারও আগে তিনি টানা তিনটি এশীয় দেশ সফর শেষে যুক্তরাষ্ট্রে ফেরেন।
প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই ট্রাম্পের শারীরিক ও মানসিক সুস্থতা নিয়ে নানা প্রশ্ন ওঠে। বিদ্রূপের বিষয় হলো, অতীতে নির্বাচনী প্রচারণার সময় তিনিই প্রতিদ্বন্দ্বী জো বাইডেনকে ‘স্লিপি জো’ (ঘুমকাতুরে জো) বলে উপহাস করেছিলেন, আর এবার নিজের বিরুদ্ধেই তেমন অভিযোগ উঠছে।


































