ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি বা গ্রিন কার্ড লটারির ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসছে। তবে স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, এই নতুন পরিবর্তন ডিভি-২০২৭-এর জন্য নির্বাচিত ব্যক্তিদের ভিসা আবেদনের সময়সীমায় কোনো প্রভাব ফেলবে না।
সম্প্রতি প্রকাশিত এক বিবৃতিতে স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, যত দ্রুত সম্ভব তারা ডিভি-২০২৭-এর নিবন্ধন শুরুর তারিখ ঘোষণা করবে। পাশাপাশি এন্ট্রি স্ট্যাটাস চেকের (ইএসসি) মাধ্যমে ডিভি-২০২৭ লটারির ফলাফল কখন পাওয়া যাবে, সেটিও ঘোষণা করা হবে।
তবে নির্বাচিত ব্যক্তিদের ভিসা আবেদনের সময়সীমা অপরিবর্তিত থাকবে। তারা ১ অক্টোবর, ২০২৬ থেকে ৩০ সেপ্টেম্বর, ২০২৭ পর্যন্ত ভিসার জন্য আবেদন করতে পারবেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, বর্তমানে ডিভি-২০২৭-এর জন্য নিবন্ধন বন্ধ রয়েছে এবং কিছু প্রতারণামূলক দাবি নিয়ে স্টেট ডিপার্টমেন্ট সচেতন। অনেকে মিথ্যা প্রচারণা চালাচ্ছে যে তারা লটারিতে জেতার সম্ভাবনা বাড়াতে পারবে, যা সম্পূর্ণ ভ্রান্ত।
ডিভি প্রোগ্রামের আওতায় কম অভিবাসন হারযুক্ত দেশগুলোর নাগরিকদের প্রতি বছর যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ দেওয়া হয়। এই প্রোগ্রামের মাধ্যমে প্রতি বছর প্রায় ৫৫ হাজার মানুষ যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পান।
উল্লেখযোগ্য, ২০২৬ সালের ডিভি প্রোগ্রামের জন্য কিছু দেশ বাদ পড়েছে। এ তালিকায় রয়েছে বাংলাদেশ, ব্রাজিল, কানাডা, চীন (মূল ভূখণ্ড ও হংকং), কলম্বিয়া, কিউবা, ডোমিনিকান রিপাবলিক, এল সালভাদর, হাইতি, হন্ডুরাস, ভারত, জ্যামাইকা, মেক্সিকো, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, ভেনেজুয়েলা এবং ভিয়েতনাম।
ডিপার্টমেন্ট জানাচ্ছে, ডিভি-২০২৭ সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং নিবন্ধন প্রক্রিয়ার বিস্তারিত তথ্য খুব শীঘ্রই প্রকাশ করা হবে।


































