ট্রেনের কাচ ভেঙে কেবিনে ঈগলের প্রবেশ, অতঃপর...

ট্রেনের কাচ ভেঙে কেবিনে ঈগলের প্রবেশ, অতঃপর... ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:০০, ৯ নভেম্বর ২০২৫

জম্মু–কাশ্মীরের বারামুলা থেকে বানিহালগামী রেলপথে এক অবিশ্বাস্য ও বিরল ঘটনা ঘটেছে। চলন্ত ট্রেনের সামনে হঠাৎ একটি বিশাল আকারের ঈগল ছুটে এসে ট্রেনের সামনের কাচ ভেঙে সোজা লোকোমাস্টারের কেবিনে ঢুকে পড়ে। কাচের আঘাতে চালকের কপাল কেটে যায় এবং তিনি রক্তাক্ত হন।

শনিবার (৮ নভেম্বর) সকালে অনন্তনাগ রেলস্টেশনের কাছে ঘটনাটি ঘটে। রেলের এক কর্মকর্তা জানিয়েছেন, ঈগলটির গতি এত দ্রুত ছিল যে ট্রেনের সামনের প্রায় পুরো কাচ ভেঙে যায়। যদিও ট্রেনের ইঞ্জিন এবং যাত্রীরা নিরাপদ ছিলেন, কিন্তু চালক আহত হন। আহত চালককে দ্রুত অনন্তনাগ স্টেশনে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তার প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ঘটনার পর বারামুলা–বানিহাল রুটে ট্রেন চলাচল কিছু সময়ের জন্য বন্ধ রাখতে হয়। রেল কর্তৃপক্ষ জানান, এত বড় আকারের ঈগল এত নিচু উচ্চতায় উড়ে ট্রেনের সঙ্গে ধাক্কা খাওয়া অত্যন্ত অস্বাভাবিক। নর্দান রেলের কর্মকর্তারা বলেছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে— সম্ভবত আবহাওয়ার পরিবর্তন, খাবার অনুসন্ধান কিংবা অন্য কোনো কারণে ঈগলটি এত নিচে নেমে এসেছিল।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, ঈগলটি আচমকা ট্রেনের দিকে ঝাঁপিয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে সামনের কাচ ভেঙে ভেতরে ঢুকে যায়। ট্রেনের ভেতরে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়লেও বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। রেল কর্মকর্তারা জানিয়েছেন, চালকের উপস্থিত বুদ্ধি ও দ্রুত পদক্ষেপের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তিনি ট্রেনের গতি কমিয়ে জরুরি ব্যবস্থা গ্রহণ করেন, ফলে প্রাণঘাতী দুর্ঘটনা থেকে সবাই রক্ষা পান।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement