যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলায় যে কোনো সময় সামরিক অভিযান চালাতে পারে
Published : ০৯:১৬, ৩ ডিসেম্বর ২০২৫
বিশ্বের সবচেয়ে বড় তেলসমৃদ্ধ দেশ ভেনেজুয়েলাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ যে কোনো সময়ই শুরু হতে পারে—মঙ্গলবার (২ ডিসেম্বর) স্থানীয় সময় মন্ত্রিসভার বৈঠকে এমনই ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেন, ভেনেজুয়েলার ভেতরে সক্রিয় মাদক সাম্রাজ্যের বিভিন্ন স্থাপনা ও অবকাঠামোই মূলত তাদের সামরিক হামলার প্রধান লক্ষ্যবস্তু হবে।
ট্রাম্পের দাবি, ভেনেজুয়েলায় অবস্থিত বিভিন্ন মাদক চক্র বিপুল পরিমাণ ফেনটানিল উৎপাদন করে তা যুক্তরাষ্ট্রে পাচার করছে। এই মরণঘাতী মাদক সেবনের কারণে প্রতি বছর দেশে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। তিনি আরও জানান, শুধু গত বছরই ফেনটানিলের মতো মাদকের কারণে প্রায় দুই লাখ মার্কিন নাগরিক প্রাণ হারিয়েছে।
তিনি বলেন, “নৌ-অভিযানের মতোই আমরা স্থলপথেও অভিযান শুরু করব। আপনি জানেন, স্থল অভিযান নৌপথের চেয়ে অনেক সহজ। তারা কোন কোন পথ ব্যবহার করে চোরাচালান করে—এসব কিছু আমরা জানি। কোন এলাকায় এই অপরাধীরা লুকিয়ে থাকে তাও আমাদের জানা। খুব শিগগিরই আমরা সেই স্থানগুলোতে আঘাত হানব।”
গত কয়েক মাস ধরেই ক্যারিবিয়ান অঞ্চলে যুদ্ধজাহাজ ও সামরিক সরঞ্জাম জড়ো করছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি সেখানে সন্দেহভাজন বেশ কয়েকটি জাহাজ ও নৌযানে আঘাত হেনেছে মার্কিন বাহিনী। দাবি করা হচ্ছে, এসব নৌযান ব্যবহার করা হচ্ছিল মাদক পরিবহনের কাজে।
এরই মধ্যে একটি নৌযানে মার্কিন সেনাদের পরপর দুই দফা হামলার ভিডিও ফাঁস হয়েছে। ভিডিওতে দেখা যায়—প্রথম হামলায় নৌকার কয়েকজন মারা যান। এরপরও দুইজন জীবিত ছিলেন। পরে দ্বিতীয় হামলা চালিয়ে তাদেরও হত্যা করা হয়। ভিডিও প্রকাশের পর বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা শুরু হলেও ট্রাম্প সরাসরি এই হামলার পক্ষে অবস্থান নিয়েছেন।
মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন, “মাদক চোরাচালানকারীরা গত বছর দুই লাখ মানুষকে হত্যা করেছে। আমরা এই সংখ্যা কমিয়ে আনতে চাই। যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তাদের আমরা শেষ করে দেব। মাদক কোনোভাবেই আমাদের দেশে প্রবেশ করতে দেওয়া হবে না।”
এদিকে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই মাদক চোরাচালানে জড়িত থাকার অভিযোগ করে আসছে যুক্তরাষ্ট্র। তবে মাদুরো সব অভিযোগই প্রত্যাখ্যান করেছেন এবং এটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।
বিডি/এএন































