ইডেন কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধে যান চলাচল বন্ধ

ইডেন কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধে যান চলাচল বন্ধ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:২০, ৩ ডিসেম্বর ২০২৫

রাজধানীর সরকারি সাত কলেজকে কেন্দ্র করে গঠিত প্রস্তাবিত ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ অধ্যাদেশ নিয়ে তীব্র আপত্তি জানিয়ে সহশিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা।

দীর্ঘদিনের স্বতন্ত্রতা ও নারীবান্ধব পরিবেশ রক্ষার দাবিতে তারা পাঁচ দফা আদায়ের লক্ষ্যে সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন।

বুধবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার কিছু পরই কলেজের ২ নম্বর গেট সংলগ্ন আজিমপুর–নীলক্ষেত সড়কে শিক্ষার্থীরা অবস্থান নেন। তাদের অবস্থান কর্মসূচির কারণে সড়কটিতে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন— “তোমার দাবি আমার দাবি, ৫ দফা”, “সহশিক্ষার ঠিকানা, ইডেনে হবে না”—এ ধরনের স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

আন্দোলনে থাকা শিক্ষার্থীদের ভাষ্য, প্রস্তাবিত অধ্যাদেশ কার্যকর হলে ইডেন মহিলা কলেজের ঐতিহাসিক স্বাতন্ত্র্য, নারীবান্ধব ক্যাম্পাস পরিবেশ এবং দীর্ঘদিনের একাডেমিক ধারাবাহিকতা গভীরভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় কাঠামোর প্রস্তাবিত পরিবর্তনগুলি ইডেনকে একটি সীমিত ফ্যাকাল্টিতে পরিণত করতে পারে, যা প্রতিষ্ঠানের মর্যাদা ও শিক্ষাবান্ধব পরিবেশের জন্য হুমকি।

তাই নারীদের জন্য কলেজটি সংরক্ষিত রাখা, কোনো বিভাগ বিলুপ্ত না করা এবং ইডেনকে পূর্ণাঙ্গ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বজায় রাখার দাবিতে তারা পাঁচটি দফা উপস্থাপন করেন।

শিক্ষার্থীদের উত্থাপিত ৫ দফা দাবি হলো—

১. ইডেন কলেজকে শুধুমাত্র নারীদের জন্য সংরক্ষিত রাখতে হবে।
২. প্রতিষ্ঠানের কোনো বিভাগ বিলুপ্ত করা যাবে না।
৩. বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম নির্ধারিত ১টা থেকে ৭টার মধ্যে সীমাবদ্ধ না রেখে ২৪ ঘণ্টা চালু রাখতে হবে।
৪. ইডেনকে শুধু উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবেই রাখতে হবে; ইন্টারমিডিয়েট বিভাগ পুনরায় চালু করা যাবে না।
৫. ইডেন কলেজ স্বয়ংসম্পূর্ণ মহিলা বিশ্ববিদ্যালয় হওয়ার যোগ্যতা রাখে, তাই এটিকে মাত্র একটি ফ্যাকাল্টিতে সীমাবদ্ধ বা রূপান্তর করা যাবে না।

শিক্ষার্থীরা মনে করছেন, এসব দাবি পূরণ হলে ইডেন তার স্বকীয়তা ধরে রাখবে এবং নারীশিক্ষার অগ্রগতির পথ আরও সুদৃঢ় হবে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement