বেগম জিয়ার অসুস্থতার জন্য শেখ হাসিনাকে দায় করলো রিজভীর

বেগম জিয়ার অসুস্থতার জন্য শেখ হাসিনাকে দায় করলো রিজভীর ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:৪৭, ৩ ডিসেম্বর ২০২৫

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবনতির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই দায়ী করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বুধবার (৩ ডিসেম্বর) নয়াপল্টনে জাতীয়তাবাদী কৃষকদল আয়োজিত খালেদা জিয়ার রোগমুক্তি কামনার দোয়া মাহফিলে তিনি এ অভিযোগ তুলে ধরেন।

রিজভী বলেন, যিনি দেশের মাটি, মানুষের অধিকার, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কখনো আপস করেননি, স্বভাবতই সেই নেত্রীর প্রতি মানুষের অগাধ ভালোবাসা থাকা খুবই স্বাভাবিক। সাম্প্রতিক সময়ে সেই ভালোবাসার প্রকাশ আরও স্পষ্ট হয়ে উঠছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি স্মরণ করিয়ে দিয়ে বলেন, রাজনৈতিক সংকট ও অন্যায় দাবির মুখে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছেন। ১৯৯৬ সালের ফেব্রুয়ারির অস্থির পরিস্থিতিতে সহিংসতা এড়াতে বেগম জিয়া নিজেই সরকার গঠন করে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন।

বিএনপির এই শীর্ষ নেতা অভিযোগ করেন, যারা সহিংসতা সৃষ্টি করে তত্ত্বাবধায়ক ব্যবস্থার দাবি তুলেছিল, পরে ক্ষমতায় গিয়ে তারাই সেই ব্যবস্থা বাতিল করেছে।

রিজভীর দাবি, শেখ হাসিনা জনগণের আস্থা না রেখে নিজের সিদ্ধান্ত অনুযায়ী দেশ পরিচালনা করেছেন। অথচ ১৯৯৫-৯৬ সালে আন্দোলনের নামে বাস–ট্রাক পুড়িয়ে মানুষ হত্যা করে তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলেছিলেন তিনি। তার মতে, আজ খালেদা জিয়ার যে অসুস্থতা, এর জন্যও দায়ী শেখ হাসিনা।

তিনি আরও বলেন, দেশের অসংখ্য মানুষের প্রার্থনা ও শুভকামনা রয়েছে বেগম খালেদা জিয়ার জন্য। গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হিসেবে তিনি আবারও জনগণের মাঝে ফিরে আসবেন—এ প্রত্যাশা ব্যক্ত করেন রিজভী।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement