রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ভারতের সবচেয়ে বড় পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণে নেতৃত্ব দিচ্ছে রাশিয়া। ভারতের তামিলনাড়ু রাজ্যের কুণ্ডনকুলম এলাকায় এই বিদ্যুৎকেন্দ্রের কাজ দ্রুত এগোচ্ছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভারতীয় টেলিভিশন চ্যানেল ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বিষয়টি প্রকাশ করেন।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, দুই দিনের সফরে পুতিন সেদিনই নয়াদিল্লিতে পৌঁছান এবং সেখানে তাকে অভ্যর্থনা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সফরকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে জ্বালানি, প্রতিরক্ষা ও বাণিজ্যসহ বিভিন্ন কৌশলগত ইস্যুতে আলোচনা হয়। শুক্রবার রাতেই তিনি ভারত ত্যাগ করেন।
মোদির সঙ্গে বৈঠকের পর পুতিন জানান, কুণ্ডনকুলম প্রকল্পের ছয়টি ইউনিটের মধ্যে দুটি ইতোমধ্যে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে, আর বাকি চারটির নির্মাণকাজ চলমান। সম্পূর্ণরূপে চালু হলে বিদ্যুৎকেন্দ্রটি ভারতের পরিবেশবান্ধব ও সাশ্রয়ী জ্বালানির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
এদিকে চলতি বছরের শুরুর দিকে ভারত ঘোষণা দেয় যে তারা ২০৭০ সালের মধ্যে ১০০ গিগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়েছে—যা বর্তমান সক্ষমতার প্রায় দশগুণ। এই লক্ষ্য বাস্তবায়নে ছোট আকারের চুল্লিগুলোকে প্রধান সহায়ক হিসেবে বিবেচনা করছে দেশটি।
































