সব রাজনৈতিক দল প্রস্তুতির পরই তফসিল চাইছে এনসিপি

সব রাজনৈতিক দল প্রস্তুতির পরই তফসিল চাইছে এনসিপি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২২:০৪, ৫ ডিসেম্বর ২০২৫

নির্বাচনের তফসিল ঘোষণার ক্ষমতা নির্বাচন কমিশনের (ইসি) হাতে থাকলেও রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি নিশ্চিত না হওয়া পর্যন্ত এ ঘোষণা না দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, সকল পক্ষকে আলোচনার মাধ্যমে একই প্ল্যাটফর্মে আনা গেলে নির্বাচন আরও গ্রহণযোগ্য হবে। একই সঙ্গে তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন—কোনো রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ ব্যক্তির সুবিধা কিংবা ব্যক্তিগত স্বাস্থ্যের কারণ দেখিয়ে তফসিল পরিবর্তন করা হবে না।

শুক্রবার (৫ ডিসেম্বর) রাজধানীর হোটেল শেরাটনে এনসিপি আয়োজিত ‘বাংলাদেশের বিনিয়োগের ভবিষ্যৎ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, নির্বাচন থেকে সরে যাওয়ার সুযোগ নেই; সামনে এগোতেই হবে। তবে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করেই নির্বাচন প্রক্রিয়ায় যেতে হবে। তিনি এও জানান, তফসিল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সম্পূর্ণভাবে ইসিরই, তাই অযথা চাপ বা প্রভাব বিস্তার করার সুযোগ নেই।

এনসিপি আহ্বায়ক উল্লেখ করেন যে দলটি কারও সঙ্গে কোনো গোপন বা প্রকাশ্য চুক্তিতে যায়নি। বরং তাদের বিরুদ্ধে বিভিন্নভাবে ভুল তথ্য ছড়ানোর চেষ্টা হয়েছে।

দেশের পুরোনো রাজনৈতিক দলগুলোর প্রতি জনগণের আস্থা কমে যাওয়ার কারণে এনসিপি একটি নতুন ও স্বচ্ছ রাজনৈতিক ধারার প্রতিনিধিত্ব করতে চায় বলে তিনি অভিমত প্রকাশ করেন। শিগগিরই এনসিপি তাদের প্রার্থী তালিকা প্রকাশ করবে এবং তৃতীয় একটি জোট গঠনের বিষয়ে আলোচনা চলছে বলেও তিনি জানান।

নির্বাচনী পরিবেশকে পুরোপুরি অনুকূল না বলে মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, পরিস্থিতি নিখুঁত না হলেও প্রক্রিয়াটি চালিয়ে যেতেই হবে। তিনি আশা প্রকাশ করেন, কোনো অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক মহলের চক্রান্ত না থাকলে এনসিপি নির্বাচনে শক্ত অবস্থান নিতে পারবে।

তিনি আরও বলেন, শুধু নির্বাচন নয়, পরবর্তী সময়েও দেশের সার্বিক সংস্কার অব্যাহত রাখতে হবে। এনসিপির কার্যক্রম নির্বাচনের মধ্যেই থেমে যাবে না; বরং পরবর্তী রাজনৈতিক যাত্রা আরও গতিশীল হবে বলে তিনি বিশ্বাস করেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement