২০২৬ ফিফা বিশ্বকাপে, যে গ্রুপে ব্রাজিল-আর্জেন্টিনা

২০২৬ ফিফা বিশ্বকাপে, যে গ্রুপে ব্রাজিল-আর্জেন্টিনা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০১:৫২, ৬ ডিসেম্বর ২০২৫

২০২৬ সালের ফিফা বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হয়েছে, যা প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে হচ্ছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। ড্রয়ের মাধ্যমে গ্রুপ স্থির করা হয়েছে, যেখানে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ‘জে’ গ্রুপে পড়েছে, আর ব্রাজিল ‘সি’ গ্রুপে অবস্থান করছে।

আর্জেন্টিনার লিওনেল মেসির দল ‘জে’ গ্রুপে অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডানের সঙ্গে খেলবে। শক্তির বিচারে এই গ্রুপে আলবিসেলেস্তেদের জন্য নকআউটের পথে তুলনামূলক সুবিধাজনক পরিস্থিতি রয়েছে। অন্যদিকে, ‘সি’ গ্রুপে ব্রাজিলের প্রতিপক্ষ মরোক্কো, স্কটল্যান্ড ও হাইতি। নেইমারদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে মরোক্কো বিবেচিত হচ্ছে।

ড্রয়ে বিশেষ নজর কেড়েছে ‘এল’ গ্রুপ, যেখানে ইংল্যান্ডের সঙ্গে রয়েছে ২০১৮ সালের রানার্সআপ ক্রোয়েশিয়া, ঘানা এবং পানামা। পর্তুগাল ‘কে’ গ্রুপে কলোম্বিয়া ও উজবেকিস্তানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে। ফ্রান্স ‘আই’ গ্রুপে সেনেগাল ও নরওয়ের সঙ্গে খেলবে। জার্মানি ‘ই’ গ্রুপে ইকুয়েডর ও আইভরি কোস্টের বিপক্ষে খেলবে।

সম্পূর্ণ গ্রুপের অবস্থান অনুযায়ী:

  • গ্রুপ ‘এ’: মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা

  • গ্রুপ ‘বি’: কানাডা, সুইজারল্যান্ড, কাতার

  • গ্রুপ ‘সি’: ব্রাজিল, মরোক্কো, স্কটল্যান্ড

  • গ্রুপ ‘ডি’: যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে

  • গ্রুপ ‘ই’: জার্মানি, ইকুয়েডর, আইভেরিকোস্ট

  • গ্রুপ ‘এফ’: নেদারল্যান্ডস, জাপান, তিউনিশিয়া

  • গ্রুপ ‘জি’: বেলজিয়াম, ইরান, মিশর

  • গ্রুপ ‘এইচ’: স্পেন, উরুগুয়ে, সৌদি আরব

  • গ্রুপ ‘আই’: ফ্রান্স, সেনেগাল

  • গ্রুপ ‘জে’: আর্জেন্টিনা, অস্ট্রিয়া, আলজেরিয়া

  • গ্রুপ ‘কে’: পর্তুগাল, কলোম্বিয়া, উজবেকিস্তান

  • গ্রুপ ‘এল’: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, পানামা

ড্র অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ফুটবলের কিংবদন্তি ছয়জন: ন্যাশনাল ফুটবল লিগের সাতবারের সুপার বোলজয়ী টম ব্রেডি, ন্যাশনাল হকি লিগের হল অফ ফেমার এবং চারবারের স্ট্যানলি কাপজয়ী ওয়েইন গ্রেটস্কি, মেজর লিগ বেসবলের সাতবারের অল-স্টার ও নিউইয়র্ক ইয়াঙ্কিজের খেলোয়াড় অ্যারন জাজ এবং এনবিএর চারবার চ্যাম্পিয়ন ও হল অফ ফেমার শাকিল ও’নিল।

ড্রয়ের সময় তিনটি পট থেকে প্রথম তিনটি বল তুলেন তিন দেশের প্রধানরা: কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও মূলত স্বাগতিক দেশগুলোকে গ্রুপে রেখে দেওয়া হয়েছিল—মেক্সিকো ‘এ’, কানাডা ‘বি’ এবং যুক্তরাষ্ট্র ‘ডি’।

এখন পর্যন্ত মোট ৪২ দেশ বিশ্বকাপে নিশ্চিত হয়েছে, যার মধ্যে তিনটি স্বাগতিক দেশ রয়েছে। মূল পর্বের জন্য বাকি রয়েছে আরও ছয়টি স্থান, যা ইউরোপ থেকে চার এবং আন্তঃমহাদেশীয় প্লে-অফ থেকে দুইটি দল পূরণ করবে। ২০২৬ সালের ১১ জুন মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement