দু’দিনের ভারত সফরে আসা রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন শুক্রবার ঘোষণা করেছেন, রাশিয়া ভারতের জন্য প্রয়োজনীয় জ্বালানি সরবরাহে সব ধরনের প্রস্তুতি নিয়েছে।
পাশাপাশি তিনি উল্লেখ করেন, ভারতকে দেশের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে মস্কো সমর্থন প্রদান করছে।
এই সফরে পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকে ইউক্রেন যুদ্ধের বিষয়ও আলোচনা হয়েছে। তবে যুদ্ধবিমান সরবরাহ বা বড় ধরনের সামরিক চুক্তি হওয়া নিয়ে যে পূর্বানুমান করা হয়েছিল, তা দুই দেশের শীর্ষ নেতারা ঘোষণার মাধ্যমে নিশ্চিত করেননি, বলে জানিয়েছে বিবিসি।
শুক্রবার দিল্লির হায়দরাবাদ হাউসে ২৩তম ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নেন দুই নেতা। বৈঠকের পর তারা সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে একাধিক সমঝোতা চুক্তির স্বাক্ষর ও বিনিময় করেন, যা ভারতের এবং রাশিয়ার বিভিন্ন মন্ত্রণালয় দ্বারা বাস্তবায়িত হবে।
বিবিসি প্রতিবেদকরা জানাচ্ছেন, এসব চুক্তির মূল লক্ষ্য বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধি করা। এর মধ্যে রয়েছে জাহাজ নির্মাণ, মেরু অঞ্চলের সমুদ্রে কার্যক্রম পরিচালনায় ভারতীয় নাবিকদের প্রশিক্ষণ, নতুন জাহাজপথ তৈরির জন্য বিনিয়োগ এবং বেসামরিক পারমাণবিক বিদ্যুৎ খাতসহ বিভিন্ন বাণিজ্যিক ও অবকাঠামোগত প্রকল্প।

































