খালেদা জিয়া দেশ ছেড়ে যাননি বলে গণতন্ত্রের মহাসড়কে বাংলাদেশ

খালেদা জিয়া দেশ ছেড়ে যাননি বলে গণতন্ত্রের মহাসড়কে বাংলাদেশ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২৩:৪৩, ৫ ডিসেম্বর ২০২৫

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কখনো মাথা নত করে বা কাপুরুষের মতো দেশ ছেড়ে পালিয়ে যাননি—এমন মন্তব্য করে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, তাঁর সেই দৃঢ় সিদ্ধান্ত ও সাহসিকতার কারণেই আজ দেশে গণতন্ত্র আবারও সঠিক পথে ফিরে আসার সুযোগ সৃষ্টি হয়েছে, এবং বাংলাদেশ নতুন করে গণতন্ত্রের মহাসড়কে যাত্রা শুরু করেছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে ঝিনাইদহের শৈলকূপা সরকারি কলেজ মাঠে আয়োজিত খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এ বক্তব্য দেন।

অনুষ্ঠানে তিনি বলেন, ওয়ান-ইলেভেনের সেই রাজনৈতিক উত্তাল সময়ে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর ওপর নির্যাতনের মাধ্যমে খালেদা জিয়াকে দেশ ছাড়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি দেশের স্বার্থ ও জনগণের প্রতি দায়িত্ববোধের জায়গা থেকে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

দেশ ত্যাগ না করে তিনি তখন নীরব শক্তির মতো পরিস্থিতির মোকাবিলা করেন, যা তাঁর রাজনৈতিক দৃঢ়তারই প্রমাণ।

দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি মাদ্রাসার শিক্ষার্থীরাও অংশ নেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শৈলকূপা উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন বাবর ফিরোজসহ দলের অন্যান্য দায়িত্বশীল ব্যক্তি ও সমর্থকরা। উপস্থিত সবাই খালেদা জিয়ার শিগগির সুস্থতা কামনা করে দোয়া প্রার্থনা করেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement