সামাজিক মাধ্যমে ইমরান খানের পোস্টে নতুন তথ্য

সামাজিক মাধ্যমে ইমরান খানের পোস্টে নতুন তথ্য ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:০৪, ৪ ডিসেম্বর ২০২৫

বিগত কয়েকদিন ধরে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে ঘিরে তার মৃত্যুর গুজব ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।

অবশেষে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে গত মঙ্গলবার (২ ডিসেম্বর) বোন ড. উজমা খান তার সঙ্গে সাক্ষাৎ করায় সেই গুঞ্জনের অবসান ঘটে। তবে এরপর সামনে আসে আরও নতুন একটি তথ্য।

কারাগারে বোন উজমার সঙ্গে দেখা করার সময় ইমরান খান অভিযোগ করেন, তাকে বিভিন্নভাবে নির্যাতনের মুখে পড়তে হচ্ছে। পরদিন বুধবার (৩ ডিসেম্বর) তার এক্স অ্যাকাউন্টে প্রকাশিত একটি দীর্ঘ পোস্টে কারাগারে তার ওপর চালানো মানসিক নির্যাতনের বিষয়টি বিস্তারিত তুলে ধরা হয়।

পোস্টে উল্লেখ করা হয়, তাকে সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় রাখা হয়েছে। এমন একটি নির্জন সেলে বন্দি রাখা হয়েছে যেখানে টানা চার সপ্তাহ ধরে কারও সঙ্গে তার কোনো কথা হয়নি। বাইরের জগত থেকে তাকে পুরোপুরি দূরে রাখা হয়েছে। এমনকি কারাগারের নিয়ম অনুযায়ী যে সাধারণ সুবিধাগুলো একজন বন্দির পাওয়ার কথা, সেগুলোর অনেকটাই তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে।

ইমরানের পক্ষ থেকে আরও অভিযোগ তোলা হয় যে, সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরের প্রত্যক্ষ নির্দেশে সাজানো মামলায় তাকে ও তার স্ত্রীকে আটক রাখা হয়েছে।

২০২২ সালে আস্থা ভোটে প্রধানমন্ত্রীত্ব হারানোর পর থেকেই ইমরান খান নানা মামলার মুখোমুখি হতে থাকেন। শেহবাজ শরীফ ক্ষমতায় আসার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

২০২৩ সালে তিনি একবার গ্রেপ্তার হয়ে জামিনে মুক্তি পেলেও একই বছরের আগস্টে পুনরায় গ্রেপ্তার হন এবং তারপর থেকেই কারাগারে রয়েছেন।

তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে মিথ্যা দাবি করে সেনাপ্রধান অসীম মুনিরকে মানসিকভাবে অস্থিতিশীল আখ্যা দেন ইমরান খান।

তার ভাষ্য অনুযায়ী, মুনিরের নীতিগুলো পাকিস্তানের জন্য মারাত্মক ক্ষতিকর হয়ে দাঁড়িয়েছে। এসব নীতির কারণেই দেশজুড়ে সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, যা তাকে গভীরভাবে উদ্বিগ্ন করছে।

ইমরান খান অভিযোগ করেন, পাকিস্তানের স্বার্থের প্রতি সেনাপ্রধানের কোনো দায়বদ্ধতা নেই। বরং পশ্চিমা শক্তিগুলোর মন রক্ষার উদ্দেশ্যে তিনি নানা পদক্ষেপ নিচ্ছেন।

মুনির ইচ্ছাকৃতভাবে আফগানিস্তানের সঙ্গে উত্তেজনা বাড়িয়েছেন—প্রথমে হুমকি দিয়েছেন, পরে পাকিস্তান থেকে আফগান শরণার্থীদের বের করে দিয়েছেন এবং ড্রোন হামলা চালিয়েছেন। এর ফলে বর্তমানে সন্ত্রাসবাদ আরও বেড়ে গেছে।

বিশ্বকাপজয়ী ক্রিকেটার থেকে রাজনীতিবিদ হওয়া ইমরান খানের মন্তব্য, অসীম মুনিরের কর্মকাণ্ড দেশের সংবিধান ও আইনের প্রতি নৈতিকতার সম্পূর্ণ পতন ঘটিয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement