যুক্তরাষ্ট্রে শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের কাজের অনুমতি সীমিত

যুক্তরাষ্ট্রে শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের কাজের অনুমতি সীমিত ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২১:১১, ৫ ডিসেম্বর ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন শরণার্থী, আশ্রয়প্রার্থী ও অন্যান্য অভিবাসীদের জন্য কাজের অনুমতির মেয়াদ ৫ বছর থেকে কমিয়ে ১৮ মাসে নামিয়েছে। খবরটি এএফপি জানিয়েছে।

এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি কঠোর করার একটি অংশ হিসেবে নেওয়া হয়েছে, যা এমন এক সময়ে এসেছে যখন মাত্র দুই দিন আগে ১৯টি দেশের নাগরিকদের জন্য অভিবাসন আবেদন স্থগিত করা হয়েছে।

২০২১ সালে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী প্রত্যাহারের পর পুনর্বাসন কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশকারী একজন আফগান নাগরিক গত সপ্তাহে দুই ন্যাশনাল গার্ড সদস্যকে গুলি করে হত্যা করার অভিযোগে যুক্ত হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে ট্রাম্প প্রশাসন ও ইউএসসিআইএস কঠোর পদক্ষেপ নিয়েছে।

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সেবা (ইউএসসিআইএস)-এর পরিচালক জোসেফ এডলো জানান, কাজের অনুমতির মেয়াদ কমানো নিশ্চিত করবে যে যুক্তরাষ্ট্রে কাজের জন্য আসা ব্যক্তিরা জননিরাপত্তার জন্য হুমকি তৈরি করবে না এবং ক্ষতিকর আমেরিকান-বিরোধী মতাদর্শ প্রচার করতে পারবে না।

এডলো আরও বলেন, ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড সদস্যদের ওপর হামলার পর বিদেশিদের নিয়মিত যাচাই প্রক্রিয়া আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। হামলাকারী একজন বিদেশি ছিলেন এবং তিনি পূর্ববর্তী প্রশাসনের সময়ে দেশে প্রবেশ করেছিলেন।

ইউএসসিআইএস জানিয়েছে, নতুন ওয়ার্ক পারমিট বিধিনিষেধ শরণার্থী, আশ্রয়প্রাপ্ত এবং বহিষ্কার স্থগিত করা ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এছাড়াও, গত মঙ্গলবার ট্রাম্প প্রশাসন ১৯টি দেশের নাগরিকদের জন্য অভিবাসন আবেদন স্থগিত করেছে।

এই সব দেশের নাগরিক ইতোমধ্যেই ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় রয়েছে এবং তাদের জন্য গ্রিন কার্ড ও নাগরিকত্ব প্রক্রিয়াও স্থগিত করা হয়েছে। এই তালিকায় রয়েছে আফগানিস্তান, ইয়েমেন, হাইতি, ভেনেজুয়েলা, সুদান ও সোমালিয়া।

 

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement