বন্ধ করা হয়েছে ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড, দাবি ট্রাম্পের

বন্ধ করা হয়েছে ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড, দাবি ট্রাম্পের ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:৪৭, ১৫ জানুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্রের দেওয়া সতর্কবার্তাকে গুরুত্ব দিয়ে ইরানে চলমান বিক্ষোভ দমনে প্রাণঘাতী পদক্ষেপ ও মৃত্যুদণ্ড কার্যকর করা আপাতত বন্ধ রাখা হয়েছে—এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার ওয়াশিংটনে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানে বিক্ষোভকারীদের হত্যা বন্ধ হয়েছে এবং আটক বা গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মৃত্যুদণ্ড কার্যকরের যে পরিকল্পনা ছিল, সেটিও স্থগিত রাখা হয়েছে। তাঁর ভাষায়, যুক্তরাষ্ট্র নির্ভরযোগ্য সূত্র ও কর্তৃপক্ষের কাছ থেকে এ তথ্যের নিশ্চয়তা পেয়েছে।

এর একদিন আগে, মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ইরানের আন্দোলনকারীদের আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানান ট্রাম্প। ওই বার্তায় তিনি ইরানের জনগণকে দেশটির জাতীয় প্রতিষ্ঠানগুলো দখলের নির্দেশনা দেওয়ার কথাও উল্লেখ করেন।

একই সঙ্গে অভিযোগ করেন, ইরানে বিক্ষোভ দমনের নামে নির্বিচারে গুলি চালানো হচ্ছে। এসব হত্যাকাণ্ড বন্ধ না হওয়া পর্যন্ত ইরানের কোনো কর্মকর্তার সঙ্গে বৈঠকে বসবেন না বলেও জানান তিনি। পোস্টে ট্রাম্প আরও লেখেন, ইরানের বিক্ষোভকারীদের জন্য সহায়তা আসছে এবং ‘মেইক ইরান গ্রেট এগেইন’ স্লোগানও ব্যবহার করেন।

পরে একই দিনে মার্কিন সংবাদমাধ্যম সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানে বিক্ষোভ শুরুর পর থেকে এখন পর্যন্ত ঠিক কতজন নিহত হয়েছেন—সে বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে এখনও নির্ভরযোগ্য ও নিশ্চিত কোনো পরিসংখ্যান নেই। তবে নিহতের সংখ্যা যে অত্যন্ত বেশি, সে বিষয়ে তিনি এবং তাঁর প্রশাসনের কর্মকর্তারা অবগত রয়েছেন।

উল্লেখ্য, গত প্রায় দুই সপ্তাহ ধরে ইরানে ব্যাপক সরকারবিরোধী আন্দোলন চলছে। সময় যত গড়াচ্ছে, আন্দোলনের তীব্রতাও তত বাড়ছে। মূলত দেশটির দীর্ঘদিনের অর্থনৈতিক সংকট থেকেই এই আন্দোলনের সূচনা হয়েছে।

বছরের পর বছর অবমূল্যায়নের ফলে ইরানের জাতীয় মুদ্রা ইরানি রিয়েল বর্তমানে বিশ্বের অন্যতম দুর্বল মুদ্রায় পরিণত হয়েছে। বর্তমানে এক মার্কিন ডলারের বিপরীতে ইরানি রিয়েলের মান দাঁড়িয়েছে প্রায় ৯ লাখ ৯৪ হাজার ৫৫। অর্থাৎ, ইরানে এখন এক ডলার কিনতে প্রায় দশ লাখ রিয়েল গুনতে হচ্ছে।

জাতীয় মুদ্রার এই ভয়াবহ অবমূল্যায়নের কারণে দেশটিতে দীর্ঘদিন ধরেই চরম মূল্যস্ফীতি বিরাজ করছে। খাদ্য, পোশাক, বাসস্থান ও চিকিৎসাসহ মৌলিক প্রয়োজন মেটাতে ইরানের সাধারণ মানুষকে প্রতিনিয়ত কঠিন সংগ্রামের মুখে পড়তে হচ্ছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement