ইরানে আটক শত শত বিক্ষোভকারীর বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ড কার্যকরের সিদ্ধান্ত থেকে সরে আসায় দেশটির শীর্ষ নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (১৬ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘ইরানের নেতৃত্বের প্রতি আমি গভীর সম্মান জানাই। তারা যে সব নির্ধারিত ফাঁসি বাতিল করেছেন—যেগুলো গতকাল কার্যকর হওয়ার কথা ছিল—সে জন্য ধন্যবাদ।’
আরেকটি বক্তব্যে ট্রাম্প স্পষ্ট করেন, উপসাগরীয় কোনো দেশ বা ইসরায়েলের চাপের কারণে তিনি কোনো সিদ্ধান্ত নিয়েছেন—এমন ধারণা সঠিক নয়। তার ভাষায়, ‘কেউ আমাকে থামাতে বা বোঝাতে আসেনি। আমি নিজেই ভেবে সিদ্ধান্ত নিয়েছি।’
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘কারও ফাঁসি হয়নি। ইরান কর্তৃপক্ষ ফাঁসির সিদ্ধান্ত বাতিল করেছে। বিষয়টি আমার ওপর গভীর প্রভাব ফেলেছে।’
এর আগে বৃহস্পতিবার হোয়াইট হাউস থেকে জানানো হয়, টানা কয়েক সপ্তাহ ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে ইরানি কর্তৃপক্ষ ৮০০ জন বিক্ষোভকারীর জন্য নির্ধারিত মৃত্যুদণ্ড কার্যকরণ ‘স্থগিত’ রেখেছে। যুক্তরাষ্ট্র এই পরিস্থিতি গভীরভাবে নজরে রাখছে বলেও জানানো হয়।
ডোনাল্ড ট্রাম্প আগেও একাধিকবার ইরানের বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে তাদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।


































