বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে গোপন বৈঠক অনুষ্ঠিত হওয়ার বিষয়টি অবশেষে ভারতের পক্ষ থেকে স্বীকৃতি পেয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) নয়া দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল বৈঠকের সত্যতা নিশ্চিত করেন। এর আগে জামায়াত আমির রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতীয় কূটনীতিকের সঙ্গে তার বৈঠকের কথা স্বীকার করেছিলেন।
সংবাদ সম্মেলনে জয়সওয়াল সাংবাদিকদের বলেন, ভারতের এবং বাংলাদেশের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারা নিয়মিতভাবে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে অংশগ্রহণ করে থাকেন। তিনি উল্লেখ করেন, জামায়াতের সঙ্গে বৈঠকটিকেও এই ধারাবাহিক কূটনৈতিক সংলাপের অংশ হিসেবে দেখা উচিত। তবে কেন বৈঠকটি গোপন রাখা হয়েছিল, সে বিষয়ে তিনি কোনো বিস্তারিত ব্যাখ্যা দেননি।
এর আগে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ডা. শফিকুর রহমান জানিয়েছিলেন, অন্যান্য দেশের কূটনীতিকরা তার সঙ্গে প্রকাশ্যে দেখা করলেও ভারতীয় কর্মকর্তারা বৈঠকটি অত্যন্ত গোপন রাখার অনুরোধ করেছিলেন। তিনি বলেন, সব দেশের সঙ্গে সম্পর্ক উন্মুক্ত হওয়া উচিত এবং সম্পর্ক উন্নয়নের বিকল্প নেই।
জামায়াত আমিরের এই খোলামেলা বক্তব্যের পর ভারতের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে শুক্রবার তারা আনুষ্ঠানিকভাবে বৈঠকের বিষয়টি স্বীকার করেছে, যা দুই দেশের কূটনৈতিক সম্পর্কের প্রক্রিয়ার অংশ হিসেবে ধরা হচ্ছে।


































