সাবেক এমপি বুবলীসহ ১৭ জন আদালতের রিমান্ডে

সাবেক এমপি বুবলীসহ ১৭ জন আদালতের রিমান্ডে ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:১২, ৭ অক্টোবর ২০২৫

তেজগাঁও থানার সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক এমপি বুবলীসহ ১৭ জনকে রিমান্ড

ঢাকার তেজগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও নরসিংদী পৌরসভার সাবেক মেয়র লোকমান হোসেনের স্ত্রী তামান্না নুসরাত বুবলীসহ ১৭ জনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান রাষ্ট্র ও আসামি পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।

আদালত ৯ জন এজাহারভুক্ত আসামির তিনদিন এবং ৮ জন সন্দিগ্ধ আসামির দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন। এদের মধ্যে রয়েছেন— সিরাজগঞ্জের মাধাইনগর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি নাইমুর রহমান নাইস, গাজীপুরের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ মোল্লা, সোলাইমান মিয়া, মো. আজিজ, আওয়ামী লীগ নেতা ফারুক হোসেন, সিহাব শাহরিয়ার, আওয়ামী লীগ কর্মী মামুন, ইনজামুল হক, ছাত্রলীগ কর্মী ফরহাদ পালোয়ান।

সন্দিগ্ধ আসামির মধ্যে ছিলেন সাবেক এমপি তামান্না নুসরাত বুবলী, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি মো. মাহবুবুল হক হিরক, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সম্পাদক ও তৃণমূল সংগ্রামী লীগের নেতা মো. আলম মাদবর, শ্রমিক লীগ নেতা আব্দুর রাজ্জাক শাকিল, আওয়ামী লীগ নেতা রিয়াজ উদ্দিন আহমেদ মানিক, বঙ্গবন্ধু সৈনিক লীগের সদস্য নজরুল ইসলাম সুমন, মো. সাইফুল ইসলাম ও ফাহাদ হোসেন বাবু।

আদালত সূত্রে জানা গেছে, মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন খান আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর উভয় পক্ষের শুনানি শেষে আদালত ৯ আসামির ৩ দিন ও ৮ আসামির ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গত রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে বিশেষ অভিযানে মিরপুর থেকে তামান্না নুসরাত বুবলীকে গ্রেপ্তার করা হয় এবং পরদিন তাকে কারাগারে পাঠানো হয়। মামলার অভিযোগে বলা হয়েছে, ২৪ সেপ্টেম্বর দুপুরে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের অঙ্গসংগঠন ও ছাত্রলীগের নেতাকর্মীরা তেজগাঁও থানার ডেইলি স্টারের সামনে থেকে আনন্দ সিনেমা হলের সামনে দিয়ে পান্থপথ অভিমুখে মিছিল নিয়ে অগ্রসর হয়। জনমনে ভীতি সৃষ্টির উদ্দেশ্যে তারা ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ২৫ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানার ও চারটি অবিস্ফোরিত ককটেল জব্দ করা হয়।

ঘটনার পরদিন তেজগাঁও থানার উপ-পরিদর্শক মো. আব্দুল কাদের ২৫ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement