প্রধান উপদেষ্টা: ছেলে ও কন্যা শিশুর সমতার জন্য কাজ করছে সরকার
Published : ১৯:১১, ৭ অক্টোবর ২০২৫
জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ উপলক্ষ্যে দেয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সমাজে ছেলে শিশু ও কন্যা শিশুর মধ্যে সমতা প্রতিষ্ঠার জন্য সরকার সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, কন্যাশিশুরাই আগামীর স্বপ্ন এবং তাদের নিরাপত্তা, মানসম্মত শিক্ষা ও পুষ্টি নিশ্চিত করার মাধ্যমে আমরা তাদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পারি।
ড. মুহাম্মদ ইউনূস আরও বলেন, এই লক্ষ্য অর্জনের জন্য সরকার নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী এবং অন্যান্য সাংবিধানিক ও কাঠামোগত সংস্কার কর্মসূচি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। তিনি উল্লেখ করেন, জুলাই-আগস্ট মাসে ছাত্র, শ্রমিক ও জনতার অভ্যুত্থানের সামনের সারিতে কিশোরী ও নারীরা সক্রিয়ভাবে অংশ নিয়ে এক নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছে।
এই বাণীর মাধ্যমে তিনি সমাজের সকল স্তরকে স্মরণ করিয়ে দিয়েছেন যে কন্যাশিশুর নিরাপত্তা, শিক্ষা ও পুষ্টির নিশ্চয়তা শুধু মানবিক দায়িত্বই নয়, বরং দেশের উন্নয়ন ও সমৃদ্ধির অন্যতম ভিত্তি।
বিডি/এএন































