জনতা ব্যাংকের ম্যানেজার ১ কোটি ৩০ লাখ টাকা নিয়ে নিখোঁজ

Published : ১৯:২০, ৭ অক্টোবর ২০২৫
পাবনার ঈশ্বরদীতে জনতা ব্যাংক পিএলসি-র পাকশী শাখার ব্যবস্থাপক খালেদ সাইফুল্লাহ ১ কোটি ৩০ লাখ টাকা নিয়ে নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
এই ঘটনায় ব্যাংকের পক্ষ থেকে ঈশ্বরদী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। রোববার (৫ই অক্টোবর) ঘটনার পর থেকে ব্যবস্থাপকের কোনো হদিস পাওয়া যায়নি।
ঈশ্বরদী কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহসানাতুল হক দায়ের করা অভিযোগে জানিয়েছেন, খালেদ সাইফুল্লাহ শনিবার (৪ই অক্টোবর) টেলিফোনে ১ কোটি ৩০ লাখ টাকার ক্যাশ রেমিটেন্সের প্রয়োজনের কথা জানান।
সেই অনুযায়ী, রোববার সকালে তিনি প্রথমে জনতা ব্যাংকের দাশুড়িয়া বাজার শাখা থেকে ৩০ লাখ টাকা এবং পরে ঈশ্বরদী কর্পোরেট শাখা থেকে আরও ১ কোটি টাকা উত্তোলন করেন।
টাকা উত্তোলনের পর প্রয়োজনীয় ভাউচার ও রেজিস্টারে স্বাক্ষর করে, খালেদ আনসার সদস্য মাহবুবকে সঙ্গে নিয়ে একটি প্রাইভেট কারে পাকশী শাখার উদ্দেশ্যে রওনা দেন। অভিযোগ অনুযায়ী, পথিমধ্যে একটি বেসরকারি ব্যাংকের সামনে গাড়ি থামিয়ে খালেদ মাহবুবকে এক লাখ টাকা দিয়ে একটি অ্যাকাউন্টে জমা করতে বলেন।
ব্যাংকে প্রবেশ করার পরই খালেদ সাইফুল্লাহ টাকা ও গাড়ি নিয়ে কৌশলে পালিয়ে যান। দীর্ঘক্ষণ অপেক্ষার পরও তিনি ফেরেননি, যার কারণে আনসার সদস্য বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেন।
ঘটনার খবর প্রকাশিত হওয়ার পর ব্যাংক কর্মকর্তা ও স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই ঘটনার তদন্তে জনতা ব্যাংকের প্রধান কার্যালয় থেকে চার সদস্যের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে, তবে তারা গণমাধ্যমের সঙ্গে কোনো মন্তব্য করতে রাজি হননি। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: মশিউর রহমান মন্ডল জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি/এএন