১২ টার পর শাহাবাগ ব্লকেটের হুঁশিয়ারি এমপি ভুক্ত শিক্ষকদের

Published : ১২:২৬, ১৫ অক্টোবর ২০২৫
বেতন বৈষম্যসহ বিভিন্ন দাবি আদায়ের প্রতিবাদে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন এমপি ভুক্ত শিক্ষকরা। তারা ঘোষণা করেছেন, দুপুর ১২টার পর শাহবাগ মোড় অবরোধ করা হবে, যদি সরকারের পক্ষ থেকে তাদের দাবির বিষয়ে কোনো স্পষ্ট সিদ্ধান্ত না আসে।
সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার টিএসসি সংলগ্ন স্থানে এক সমাবেশে শিক্ষকরা বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে দাবি জানিয়ে আসছি। কিন্তু বারবার আশ্বাস দিয়েও কোনো বাস্তব সমাধান দিচ্ছে না কর্তৃপক্ষ। তাই বাধ্য হয়েই রাস্তায় নামতে হচ্ছে।”
বক্তারা অভিযোগ করেন, এমপি ভুক্ত শিক্ষকদের দীর্ঘদিন ধরে প্রাপ্য মর্যাদা ও সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। তারা জানান, প্রাথমিক পর্যায়ে আলোচনা ও লিখিত প্রস্তাব পাঠানো হলেও মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো কার্যকর সাড়া পাওয়া যায়নি।
অবরোধের ঘোষণায় বলা হয়, “১২টার পর শাহবাগ মোড়ে বসে পড়া হবে। প্রয়োজনে রাত পর্যন্ত অবস্থান চলবে।”
এ সময় শিক্ষকদের সঙ্গে সংহতি প্রকাশ করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শাহবাগ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডি/এএন