মিরপুরে অগ্নিকাণ্ডে দায়ীদের বিচার ও নিহতদের ক্ষতিপূরণ দাবিতে এনসিপির প্রতিবাদ সভা

Published : ২১:১৭, ১৫ অক্টোবর ২০২৫
রাজধানীর মিরপুরের রুপনগরে অবৈধ কেমিক্যাল গুদাম ও গার্মেন্টসে অগ্নিকাণ্ডে ১৬ শ্রমিক হত্যার বিচার ও ক্ষতিপূরণসহ ৩ দাবিতে প্রতিবাদ সভা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
এনসিপির ঢাকা মহানগর উত্তরের মিরপুর জোনের আয়োজনে বিকাল চারটায় মিরপুর দশ গোল চত্ত্বরে (স্বাধীনতা চত্তর)এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক লিয়াঁজো কমিটির প্রধান আরিফুল ইসলাম আদীব প্রতিবাদ সভায় বক্তব্যে নিম্নোক্ত তিন দাবি উপস্থাপন করেন, ১/ অবৈধ কেমিক্যাল গুদাম ও গার্মেন্টস মালিকসহ অগ্নিকাণ্ডের দোষীদের আটক করে বিচার করতে হবে। ২/ নিহতদের প্রত্যেক পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। ৩/ ঢাকা উত্তরের আবাসিক এলাকায় সকল কেমিক্যাল গোডাউন অতিদ্রুত সরাতে হবে।
বক্তব্যে আরিফুল আরো বলেন, 'শ্রম মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়সহ সরকারের সংশ্লিষ্ট যেসব কর্মকর্তারা এসব এলাকার তদারকির দায়িত্বে তাদের গাফলতিও তদন্ত করে বিচারের আওতায় আনতে হবে।
কেন্দ্রীয় সংগঠক মনসুর আব্দুল্লাহর সঞ্চালনায় প্রতিবাদ সভায় কেন্দ্রীয় সদস্য ইমরান নাঈম, জায়েদ বিন নাসের, ঢাকা মহানগর উত্তরের সদস্য সরদার আমিনুল, জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মেহেদী হাসান, শাহ আলী থানার প্রধান সমন্বয়কারী শফিকুল ইসলাম রানা, মডেল থানার যুগ্ম সমন্বয়কারী রাসেল তালুকদার ও ফায়ার স্পেশালিষ্ট ফয়সাল আহমেদ, পল্লবী থানার প্রতিনিধি রেহেনা আক্তার রুমা, তানভীর আহমেদ, রুপনগর থানার তাহমিনা শারমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রতিবাদ সভায় বক্তারা সরকারের নির্লিপ্ততাকে দায়ী করে ক্ষোভ প্রকাশ করেন। এছাড়া ঢাকা মহানগর উত্তরের আবাসিক এলাকা থেকে সকল কেমিক্যাল গুদাম ও অবৈধ গার্মেন্টস সরানোরও জোর দাবি জানান।
বিডি/এএন