শহীদ মিনারে বিপুলসংখ্যক শিক্ষকের অবস্থান

শহীদ মিনারে বিপুলসংখ্যক শিক্ষকের অবস্থান ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:৫৮, ১৫ অক্টোবর ২০২৫

ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার এখন যেন পরিণত হয়েছে শিক্ষক আন্দোলনের কেন্দ্রস্থলে। এমপিওভুক্ত শিক্ষকেরা সেখানে অবস্থান নিয়েছেন শিক্ষা জাতীয়করণ,

বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন দাবি বাস্তবায়নের উদ্দেশ্যে। জাতীয় পতাকা হাতে, নানা দাবিদাওয়া লেখা ব্যানার ও প্ল্যাকার্ডে ভরে গেছে শহীদ মিনার প্রাঙ্গণ।

আজ বুধবার (১৫ অক্টোবর) অনির্দিষ্টকালের কর্মবিরতির তৃতীয় দিন চলছে। সকাল থেকেই দেশের নানা প্রান্ত থেকে শিক্ষকরা দলে দলে এসে জড়ো হচ্ছেন শহীদ মিনারে। দুপুরের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় প্রাঙ্গণ। কেউ স্লোগানে মুখর, কেউ আশপাশের গাছতলায় বিশ্রামে, তবে সবাই এক সুরে বলছেন—‘দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে’।

দুপুরে শাহবাগে অবরোধ কর্মসূচি পালনের প্রস্তুতিও চলছে জোরেশোরে। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী মঙ্গলবার (১৪ অক্টোবর) এক বিবৃতিতে বলেন, “আগামীকাল বুধবার দুপুর ১২টায় শাহবাগ ব্লকেড পালিত হবে। সারাদেশের শিক্ষক-কর্মচারীরা যোগ দিন—বিজয় আমাদের সুনিশ্চিত।”

এর আগে সোমবার শহীদ মিনার থেকেই নতুন কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনরত শিক্ষকরা। তাদের দাবি, সরকারের পক্ষ থেকে এখনো প্রজ্ঞাপন না আসায় আন্দোলনের পরিধি ক্রমেই বিস্তৃত হচ্ছে।

উল্লেখ্য, গত রোববার প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচির সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। সেই ঘটনার পর থেকেই সারাদেশের শিক্ষকরা পাঠদান বন্ধ রেখে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে রয়েছেন।

এই কর্মসূচি এখন একদিকে শিক্ষক সমাজের দাবির প্রতীক, অন্যদিকে শিক্ষা ব্যবস্থার বাস্তব চিত্রের প্রতিধ্বনি হয়ে উঠেছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement