আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দীপু মনিকে সাহস দিলেন ইনু

Published : ১৫:২০, ১৫ অক্টোবর ২০২৫
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাঠগড়ায় আওয়ামী লীগের নেতা ও সাবেক মন্ত্রী দীপু মনিকে জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাহস যোগান দিতে বলেন, “শক্ত থাকেন, মনোবল হারায়েন না।”
বুধবার (১৫ অক্টোবর) ট্রাইব্যুনালে এই মন্তব্য করেন ইনু। এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয় আওয়ামী লীগের মন্ত্রী, উপদেষ্টা ও অন্যান্য ঘনিষ্ঠ ব্যক্তিদের, মোট ৪৫ জন। হাজতখানা ও কাঠগড়া তাদের পূণর্মিলনীর কেন্দ্র হয়ে ওঠে। আদালত পরে ৮ ডিসেম্বরের মধ্যে তাদের বিরুদ্ধে তদন্ত শেষ করার নির্দেশ দেন।
পাশাপাশি, এদিন প্রসিকিউশন পক্ষ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন জনের বিরুদ্ধে চতুর্থ দিনের যুক্তিতর্ক উপস্থাপন করে। যুক্তি উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।
সকালে তিন মাস পর একসঙ্গে ট্রাইব্যুনালে হাজির হন আওয়ামী লীগের ১০ মন্ত্রী, দুই উপদেষ্টাসহ মোট ৪৫ জন। হাজিরার সময় তারা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং হাস্যোজ্জ্বল দেখা যায়। দীপু মনিকে উদ্দেশ্য করে ইনু বলেন, “শক্ত থাকেন, মনোবল হারায়েন না।”
এরপর ট্রাইব্যুনাল ৮ জানুয়ারির মধ্যে সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও সরকার ঘনিষ্ঠ ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত শেষ করার নির্দেশ দেন। হাজিরারা আইনজীবীদের সঙ্গে কথা বলার পর খাওয়া-দাওয়া শেষে কারাগারের উদ্দেশ্যে রওনা হন।
চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, জুলাই-আগস্টে সংঘটিত হত্যাযজ্ঞে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দায় প্রমাণিত।
এছাড়াও, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আশুলিয়ায় লাশ পোড়ানো মামলার সাক্ষ্যগ্রহণ চলছে। চট্টগ্রামে জুলাই-আগস্টে সংঘটিত হত্যাযজ্ঞ মামলায় সাবেক সিএমপি কমিশনার সাইফুল ইসলামকে ৩০ অক্টোবর ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন বিশেষ আদালত।
মোটকথা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের উপস্থিতি ও সাক্ষ্যগ্রহণ চলাকালীন দৃশ্য ছিল সংক্ষিপ্তকালে মিলনময়, তবে মামলার তদন্ত ও প্রক্রিয়ার গুরুত্ব এখনো অব্যাহত রয়েছে।
বিডি/এএন