নতুন বেতন কাঠামোয় গ্রেড অনুযায়ী বেতন

নতুন বেতন কাঠামোয় গ্রেড অনুযায়ী বেতন ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২২:০৩, ২০ অক্টোবর ২০২৫

নতুন জাতীয় বেতন কাঠামোর খসড়া চূড়ান্ত করেছে জাতীয় বেতন কমিশন। এতে সরকারি কর্মচারীদের জন্য সর্বনিম্ন বেতন ২৫ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৫০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব রাখা হয়েছে। কমিশনের এই প্রস্তাব সোমবার (২০ অক্টোবর) চূড়ান্ত হয়েছে।

বিভিন্ন গ্রেড অনুযায়ী বেতন প্রস্তাব করা হয়েছে এভাবে: গ্রেড-২: ১,২৭,৪২৬ টাকা, গ্রেড-৩: ১,০৯,০৮৪ টাকা, গ্রেড-৪: ৯৬,৫৩৪ টাকা, গ্রেড-৫: ৮৩,০২০ টাকা, গ্রেড-৬: ৬৮,৫৩৯ টাকা, গ্রেড-৭: ৫৫,৯৯০ টাকা, গ্রেড-৮: ৪৪,৪০৬ টাকা, গ্রেড-৯: ৪২,৪৭৫ টাকা, গ্রেড-১০: ৩০,৮৯১ টাকা

নিচের গ্রেডগুলোর জন্য মূল বেতন প্রস্তাব করা হয়েছে: গ্রেড-১১: ২৪,১৩৪ টাকা, গ্রেড-১২: ২১,৮১৭ টাকা, গ্রেড-১৩: ২১,২৩৮ টাকা, গ্রেড-১৪: ১৯,৬৯৩ টাকা, গ্রেড-১৫: ১৮,৭২৮ টাকা, গ্রেড-১৬: ১৭,৯৫৫ টাকা গ্রেড-১৭: ১৭,৩৭৬ টাকা, গ্রেড-১৮: ১৬,৯৯০ টাকা, গ্রেড-১৯: ১৬,৪৪১ টাকা, গ্রেড-২০: ১৫,৯২৮ টাকা

গত ২৭ জুলাই গঠিত জাতীয় বেতন কমিশনের লক্ষ্য ছিল সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করে মূল্যস্ফীতির চাপ সামলানো। কমিশন চূড়ান্ত প্রতিবেদন সময়মতো প্রদানের মাধ্যমে আগামী ডিসেম্বরে নতুন বেতন কাঠামো কার্যকর করার সুপারিশ দিয়েছে। এছাড়া, খসড়া প্রস্তাবে ২০৩০ সালের জন্য সম্ভাব্য বেতন বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক দিকও বিবেচনায় রাখা হয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement