আলভী ও শ্রেয়সীর নতুন জুটি

Published : ০০:০৮, ২১ অক্টোবর ২০২৫
মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে যাত্রা শুরু করে এখন নিয়মিত ছোট পর্দায় অভিনয় করছেন অভিনেত্রী শ্রেয়সী শ্রেয়া।
সম্প্রতি তিনি জনপ্রিয় অভিনেতা যাহের আলভীর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন দুটি নাটকে, ‘জীবন সংগ্রাম’ ও ‘বেকার জামাই’। সময়ের আলোচিত নির্মাতা নাজমুল রনি এই দুটি নাটক পরিচালনা করেছেন। নির্মাতার ভাষায়, খুব শিগগিরই নাটক দুটি টেলিভিশনে প্রচার শুরু হবে।
এ বিষয়ে শ্রেয়সী শ্রেয়া বলেন, “দুটি নাটকের গল্প সম্পূর্ণ ভিন্ন ঘরানার। ‘জীবন সংগ্রাম’ নামেই বোঝা যায়, এটি মধ্যবিত্ত জীবনের লড়াই, টানাপোড়েন ও বাস্তবতার গল্প। অন্যদিকে ‘বেকার জামাই’ পুরোপুরি কমেডি ঘরানার নাটক। সেখানে আমি এক ধনী বাবার আদুরে মেয়ে, যার বিয়ে হয় এক বেকার যুবকের সঙ্গে। এরপর নানা মজার ঘটনা আর হাস্যরসে ভরা গল্পে নাটকটি এগিয়ে যায়। বিনোদনের পাশাপাশি এতে দর্শক কিছু বার্তাও পাবেন। আমি আশাবাদী, নাটক দুটি প্রচারে এলে দর্শকের মন ছুঁয়ে যাবে।”
অভিনেতা আলভীর সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে শ্রেয়া বলেন, “এর আগেও আলভী ভাইয়ের সঙ্গে অভিনয় করেছি। দর্শক আমাদের জুটি পছন্দ করেছেন। সেই ধারাবাহিকতায় আবারও একসঙ্গে কাজ করেছি। আমরা সবসময় দর্শকের ভালোবাসাকেই প্রাধান্য দিই। দর্শক চাইলে আমাদের জুটিকে আরও দেখতে পাবেন। আমাদের অনস্ক্রিন কেমিস্ট্রি দর্শকরা বেশ উপভোগ করেন।”
উল্লেখ্য, শ্রেয়সী শ্রেয়ার অভিনয়জীবন শুরু হয় জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের বিপরীতে অভিনীত নাটক ‘হিরার আংটি’ দিয়ে। সেই নাটকটির মাধ্যমে ছোট পর্দায় তার আত্মপ্রকাশ ঘটে। এরপর থেকে নিয়মিতভাবে বিভিন্ন নাটক ও ওয়েব কনটেন্টে কাজ করছেন তিনি। শ্রেয়সীর লক্ষ্য— নিজেকে নির্দিষ্ট ঘরানায় সীমাবদ্ধ না রেখে একজন বহুমাত্রিক ও পূর্ণাঙ্গ অভিনেত্রী হিসেবে গড়ে তোলা। তিনি বিশ্বাস করেন, পরিশ্রম ও দর্শকের ভালোবাসা পেলে শিগগিরই চলচ্চিত্রেও নিজের জায়গা করে নিতে পারবেন।
বিডি/এএন