আরটিভির দুই সাংবাদিকের চাকরি ফেরত না পেলে আন্দোলনে নামবে জেআরজেএ

Published : ০০:২৭, ২১ অক্টোবর ২০২৫
আমার দেশ পত্রিকার এক সাংবাদিকের ওপর হামলা এবং আরটিভি থেকে দুই সাংবাদিকের চাকরিচ্যুতির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জুলাই রেভল্যুশনারি জার্নালিস্ট’স অ্যালায়েন্সের (জেআরজেএ) সদস্য সচিব ইসরাফিল ফরাজী।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, রবিবার বিএনপির গুলশান কার্যালয়ে দৈনিক আমার দেশ পত্রিকার সাংবাদিক জাহিদুল ইসলামকে অবরুদ্ধ করে তার মোবাইল ফোন ও আইডি কার্ড কেড়ে নেওয়া হয় এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। সাংবাদিক ও গণমাধ্যমের ওপর এমন নগ্ন হামলা গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও মুক্ত সাংবাদিকতার জন্য ভয়াবহ হুমকি— মন্তব্য করেন ইসরাফিল ফরাজী।
তিনি আরও বলেন, সম্প্রতি আরটিভি থেকে সিনিয়র রিপোর্টার অরণ্য গফুর ও সাব-এডিটর মাহফুজ উদ্দিন খানকে অবৈধভাবে চাকরিচ্যুত করা হয়েছে। এ ঘটনার কোনো যৌক্তিক ব্যাখ্যা দিতে পারেননি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তিনি ঘোষণা দেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের চাকরি পুনর্বহাল না করা হলে সংগঠন রাজপথে কর্মসূচি দিতে বাধ্য হবে।
ইসরাফিল ফরাজী প্রশাসনের প্রতি দাবি জানিয়ে বলেন, “চব্বিশের গণ-অভ্যুত্থানের পর সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা জুলাই আন্দোলনের চেতনার পরিপন্থী। যারা এমন কাজ করেছে, তারা কোনো দলের কর্মী বা সমর্থক হতে পারে না।”
তিনি আরও অভিযোগ করেন, হামলার ঘটনার ২৪ ঘণ্টা পার হয়ে গেলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তিনি দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনার আহ্বান জানান।
জেআরজেএ সদস্য সচিবের মতে, সাংবাদিকদের ওপর আক্রমণ, ভয়ভীতি ও চাকরিচ্যুতি গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি হুমকি। তিনি বলেন, “আমরা গণ-অভ্যুত্থানের স্পিরিট ধারণ করি। সাংবাদিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় যেকোনো সময় রাজপথে নামতে প্রস্তুত।”
বিডি/এএন