দুর্নীতির অভিযোগে সাবেক দুই সেনা কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

Published : ২২:২১, ২০ অক্টোবর ২০২৫
দুর্নীতির অভিযোগের কারণে সাবেক দুই সেনা কর্মকর্তা আবু সাঈদ মো. মাসুদ ও মুহাম্মদ হাবিবুর রহমান খানসহ মোট আটজনের বিদেশে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
সোমবার (২০ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদন গ্রহণ করে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ নির্দেশ দেন।
দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিষেধাজ্ঞার আওতায় থাকা অন্য ব্যক্তিরা হলেন— হাবিবুর রহমানের স্ত্রী সাবিনা রহমান খান, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ঘনিষ্ঠ ব্যক্তি মো. শহীদ, মোহাম্মদ জাহিদ, মোহাম্মদ ফরমান উল্লাহ চৌধুরী, সাবেক কাউন্সিলর ফরিদ উদ্দিন আহমেদ রতন এবং তার স্ত্রী জহুরা আহম্মদ শুভ।
দুদকের পক্ষ থেকে আদালতে জানানো হয়, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আবু সাঈদ মো. মাসুদ ও হাবিবুর রহমান খানসহ অন্যান্য অভিযুক্তরা দুর্নীতি ও অর্থপাচারের সঙ্গে সম্পৃক্ত বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। বর্তমানে এসব ঘটনার ওপর তদন্ত চলছে।
দুদকের আশঙ্কা, অভিযুক্তরা যদি বিদেশে পালিয়ে যান, তবে চলমান অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম ব্যাহত হতে পারে। তাই তদন্ত প্রক্রিয়া নির্বিঘ্ন রাখতে তাদের দেশত্যাগে সাময়িক নিষেধাজ্ঞা আরোপের আবেদন জানানো হয়, যা আদালত মঞ্জুর করেন।
বিডি/এএন