নায়িকা পলির নতুন ইনিংস শুরু

নায়িকা পলির নতুন ইনিংস শুরু ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২০:৩৯, ২৭ নভেম্বর ২০২৫

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (DIU) এবং সুইসকনট্যাক্ট এক নতুন শিক্ষা উদ্যোগে হাত মিলিয়েছে, যা পরিবেশ, সামাজিক দায়বদ্ধতা এবং সুশাসন (ESG) ও সাস্টেইনেবিলিটি শিক্ষাকে কেন্দ্র করে।

বুধবার ডিআইউ-এর গ্রিন ক্যাম্পাসে অনুষ্ঠিত অনুষ্ঠানে ডিআইউ রেজিস্ট্রার ড. মোহাম্মদ নাদির বিন আলী এবং সুইসকনট্যাক্টের PROGRESS প্রকল্পের টিম লিডার ফারজানা আমিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের রপ্তানিমুখী শিল্পখাত, বিশেষ করে তৈরি পোশাক (RMG) খাতের প্রয়োজন অনুযায়ী কাঠামোবদ্ধ শিক্ষাক্রম চালু করা হবে। PROGRESS প্রকল্পের অংশ হিসেবে এই শিক্ষাক্রমটি সুইডেন ও সুইস দূতাবাসের অর্থায়নে পরিচালিত হবে।

লক্ষ্য হলো, ESG ও সাস্টেইনেবিলিটি ম্যানেজমেন্ট খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহী স্নাতক ও পেশাজীবীদের জন্য জাতীয়ভাবে স্বীকৃত একটি শিক্ষাব্যবস্থা তৈরি করা।

চুক্তির আওতায় ২০২৬ সালের জানুয়ারি থেকে “Post-Graduate Diploma in Sustainable Business and ESG Management” এবং “Online Certificate Course in ESG Foundations” নামে দুটি প্রোগ্রাম চালু হবে।

এসব প্রোগ্রামে শিক্ষার্থীরা ESG ফ্রেমওয়ার্ক, সাস্টেইনেবিলিটি রিপোর্টিং, জ্বালানি দক্ষতা, সম্পদ ব্যবস্থাপনা ও লিঙ্গ সমতার কৌশলসহ হাতে কলমে জ্ঞান অর্জন করবেন।

কারিকুলামটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে বাংলাদেশের ইএসজি ইকোসিস্টেমে দক্ষ জনবলের ঘাটতি, প্রশিক্ষণ কাঠামোর বিচ্ছিন্নতা এবং নেতৃত্বের ক্ষেত্রে লিঙ্গবৈষম্য মোকাবেলার জন্য।

কমপ্লায়েন্স, মানবসম্পদ, সাস্টেইনেবিলিটি ও উন্নয়নখাতে কাজ করা পেশাজীবী ছাড়াও নবীন স্নাতকরা এই প্রোগ্রাম থেকে উপকৃত হবেন।

ডিআইউ-এর শক্তিশালী ডিজিটাল লার্নিং অবকাঠামো এবং সুইসকনট্যাক্টের গ্রিন গ্রোথ ও ডিকার্বনাইজেশনে অর্জিত দক্ষতা সমন্বিতভাবে এই প্রোগ্রামের মান ও শিল্পখাতের সঙ্গে সঙ্গতি নিশ্চিত করবে।

এছাড়া, এই উদ্যোগ জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) যেমন গুণগত শিক্ষা, শোভন কর্মসংস্থান, লিঙ্গ সমতা, দায়িত্বশীল উৎপাদন ও ব্যবহার, জলবায়ু ব্যবস্থা এবং বৈশ্বিক অংশীদারিত্ব অর্জনে সহায়তা করবে।

ডিআইউ’র ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মাসুম ইকবাল বলেন, এই অংশীদারিত্ব বিশ্ববিদ্যালয়ের টেকসই উন্নয়ন ও ESG শিক্ষায় অঙ্গীকারকে আরও দৃঢ় করবে।

ডিআইউ রেজিস্ট্রার ড. মোহাম্মদ নাদির বিন আলী বলেন, শিক্ষার্থী ও পেশাজীবীদের ভবিষ্যতের টেকসই উন্নয়ন ও দায়িত্বশীল ব্যবসা পরিচালনায় প্রয়োজনীয় দক্ষতা অর্জনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সুইসকনট্যাক্টের ফারজানা আমিন বলেন, RMG খাতের গ্রিন ট্রানজিশন প্রকল্পের সঙ্গে এই একাডেমিক সহযোগিতা যুক্ত হওয়ায় দক্ষ সাস্টেইনেবিলিটি পেশাজীবীর একটি শক্তিশালী মানবসম্পদ বাংলাদেশে গড়ে উঠবে।

অনুষ্ঠানে ডিআইউ-এর ইএসডিএম ও সাস্টেইনেবিলিটি উইং-এর সহকারী অধ্যাপক খালিদ মো. বাহাউদ্দিন, একাডেমিক অ্যাফেয়ার্স ডিন প্রফেসর ড. মোস্তফা কামাল, প্রফেসর ড. এ.এফ.এম. মফিজুল ইসলাম, গবেষণা পরিচালক ড. মাহফুজা পারভীন এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সুইসকনট্যাক্টের পক্ষে উপস্থিত ছিলেন ফারজানা আমিন, সাইদুল আরেফিন, তানজিল রশিদ ও তাসমিম সিনহা।

এই চুক্তি বাংলাদেশের ESG শিক্ষা, সাস্টেইনেবিলিটি দক্ষতা ও সবুজ প্রবৃদ্ধি কেন্দ্রিক পেশাজীবী গড়ে তোলার ক্ষেত্রে একটি নতুন অধ্যায় সূচিত করেছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement