ঢাকা এবং তার আশপাশের এলাকায় আবারও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে নরসিংদী জেলার ঘোড়াশালে উৎপত্তিস্থলযুক্ত ৩ দশমিক ৬ মাত্রার এই ভূমিকম্পটি রেকর্ড করা হয়।
আবহাওয়াবিদ রুবায়েত কবির জানান, সম্প্রতি অনুভূত এই ভূকম্পনটি আগের ভূমিকম্পের আফটার শক হিসেবে এসেছে। তাই দুঃশ্চিন্তার কোনো কারণ নেই।
এতে উঠে আসে যে, সাম্প্রতিক দুই দিনের ব্যবধানে দেশে চারবার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর আগে, গত শুক্রবার (২১ নভেম্বর) নরসিংদী জেলায় উৎপত্তি হওয়া ৫ দশমিক ৭ মাত্রার প্রধান ভূমিকম্পে ঢাকাসহ আশপাশের এলাকার মানুষ কেঁপে ওঠে। ওই ঘটনায় ঢাকাসহ তিন জেলায় অন্তত ১০ জন নিহত এবং চার শতাধিক মানুষ আহত হন।
এরপরের দিন, শনিবার সকাল ও সন্ধ্যায় অল্প সময়ের ব্যবধানে আরও দুইবার ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। এই ঘটনার ধারাবাহিকতা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে, যদিও বিশেষ কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।


































