পুলিশের ৩৩ কর্মকর্তা ডিআইজিতে পদোন্নতি
Published : ১৫:৩৫, ২৬ নভেম্বর ২০২৫
পুলিশের ৩৩ জন কর্মকর্তাকে ডিআইজি পদে উন্নীত করা হয়েছে, যার মধ্যে দুজনকে সুপারনিউমারারি ভিত্তিতে পদোন্নতি দেওয়া হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে একটি প্রজ্ঞাপন প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করে। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে জারি করা এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। একই সঙ্গে নতুন পদে দায়িত্ব গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে যোগদানপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ পদোন্নতির মাধ্যমে পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ পরিবর্তন তৈরি হলো বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
বিডি/এএন

































