ভোটের আগে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির আশা: সিইসি নাসির উদ্দিন

ভোটের আগে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির আশা: সিইসি নাসির উদ্দিন ছবি: সংগৃহীত

রিয়াদ হোসেন

Published : ১৫:৪৫, ২৬ নভেম্বর ২০২৫

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি সন্তোষজনক না হলেও ভোটের আগে তা উল্লেখযোগ্যভাবে উন্নতি হবে বলে আশা করছে নির্বাচন কমিশন।

বুধবার (২৬ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দফতরে আয়োজিত নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়া পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

সিইসি বলেন, “প্রতিটি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচনে তাদের দায়িত্ব পালন করতে প্রতিজ্ঞাবদ্ধ। তাদের সমন্বিত প্রচেষ্টায় আমরা একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও স্বচ্ছ নির্বাচন উপহার দিতে পারব।”

তিনি আরও বলেন, “আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখনো পারফেক্ট লেভেলে পৌঁছায়নি। তবে যে ধরণের পদক্ষেপ নেওয়া হচ্ছে, তাতে পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হবে।”

ভোট প্রতিহত করার হুমকির বিষয়ে নির্বাচন কমিশন সতর্ক আছে জানিয়ে তিনি বলেন, “কেউ যদি নির্বাচনী পরিবেশ নষ্ট করার চেষ্টা করে বা ভোট প্রতিহত করতে চায়, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে নির্বাচনকে কেন্দ্র করে মাঠপর্যায়ের নিরাপত্তা জোরদার করতে বিজিবি, পুলিশ, র‍্যাবসহ সকল বাহিনী ইতোমধ্যে প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানান সিইসি

আরএইচ/ ঢাকা

শেয়ার করুনঃ
Advertisement