তফসিল ঘোষণার পর সড়কে আন্দোলন হলে কঠোর ব্যবস্থা
Published : ১৯:০০, ১১ ডিসেম্বর ২০২৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর কোনো ধরনের দাবি–দাওয়া বা আন্দোলনের জন্য সড়কে নামলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, “অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে দেশে ইতিমধ্যেই প্রায় দুই হাজার আন্দোলন ঘটেছে। এসব আন্দোলনে কখনো রাবার বুলেট ব্যবহার করা হয়নি। সাধারণত টিয়ারশেল এবং গরম পানি ব্যবহার করা হয়েছে। এই দিক থেকে দেশের ইতিহাসে এটা একটি রেকর্ড।”
তিনি আরও সতর্ক করে বলেন, মেট্রোরেলের আন্দোলনসহ যেকোনো ধরনের প্রয়োজনীয় দাবি-দাওয়া বা আন্দোলন কঠোরভাবে দমন করা হবে। যারা আইন লঙ্ঘন করবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, তফসিল ঘোষণার পর যদি কোনো রাজনৈতিক দল আইন অমান্য করে, তাহলে বিধি অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, নির্বাচন পরিচালনার সময় লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখতে সকল প্রাসঙ্গিক বিষয় নিশ্চিত করা হবে এবং রাজনৈতিক দলগুলোর সদিচ্ছাও প্রয়োজন।
আখতার আহমেদ আরও জানান, জাতীয় নির্বাচনে ৩০০ আসনেরই তফসিল ঘোষণা করা হবে। গাজীপুর ও বাগেরহাটের সীমানা সংক্রান্ত আদালতের আদেশ অনুযায়ী সংশোধন প্রক্রিয়া চলছে।
দেশে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের বিষয়ে তিনি বলেন, সরকারি চাকরিজীবী যারা নির্বাচনে দায়িত্ব পালন করবেন এবং আইনি হেফাজতে থাকবেন, তারা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। তাদের নিবন্ধনের জন্য তৈরি করা অ্যাপ গুগল প্লে স্টোর ও অ্যাপল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে।
তিনি আরও জানান, তফসিল ঘোষণার পর থেকে ভোটার নিবন্ধন শুরু হবে। পোলিং অফিসারদের নিবন্ধন ১৬ থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত সম্পন্ন হবে। আর আইনি হেফাজতে থাকা ভোটাররা ২১ থেকে ২৫ ডিসেম্বরের মধ্যে তাদের ভোটার নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।
বিডি/এএন































